চার বন্ধুর গল্প 'অলক্ষ্মীজ ইন গোয়া'

আমির খানের 'দিল চাহতা হ্যায়' দেখে গোয়া যাওয়ার স্বপ্ন জেগে ছিল অনেকের মনেই। তাদের দলেই পড়ে তিতাস, রণিতা, বর্ষা আর হৈ। আর সেই সুযোগ যখন আসে তখন আবার ঘটে গেল অন্য গন্ডগোল। আসলে এই তিতাস, রণিতা, বর্ষা আর হৈ হল পরিচালক জয়দীপ বন্দোপাধ্যায়ের ওয়েব সিরিজ 'অলক্ষ্মীজ ইন গোয়া'র তিন মুখ্য চরিত্র। ছোটবেলা থেকেই তিতাস, রণিতা, বর্ষা আর হৈ চার বন্ধু। স্কুলে পড়ার সময় থেকেই আজব সব কান্ডকারখানা ঘটিয়েছে এই চারজন। সেই জন্য চারজনকে 'অলক্ষ্মী'র ট্যাগ দিয়েছে। কিন্তু হঠাৎ একদিন তাদের কাছে সুযোগ আসে স্বপ্ন পূরণ করার অর্থাৎ গোয়ায় যাওয়ার। কিন্তু সেখানে গিয়ে অলক্ষ্মীরা জড়িয়ে পড়ে এক খুনের ঘটনার সঙ্গে। এখানে গল্পের শেষ নয়, গল্পের শেষ জানতে দেখতে হবে এই ওয়েব সিরিজটা। সম্প্রতি এই ওয়েব সিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলার লঞ্চের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক ও ছবির কলাকুশলীরা।

ছবির চার অলক্ষ্মীরা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মন্ডল, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, অনুরাধা মুখোপাধ্যায় ও আভেরী সিংহ রায়। এছাড়াও রয়েছেন দেবরাজ ভট্টাচার্য, শ্রীদীপ মুখোপাধ্যায়, সুদীপ বসু, দেবপ্রসাদ হালদার, দুর্বার শর্মা, দিলীপ ভারতী, সোমনাথ মন্ডল, সুস্নাত ভট্টাচার্য। ডার্ক কমেডির মোড়কে নির্মিত এই ওয়েব সিরিজের প্রযোজনা করেছে 'ফিল্মস অ্যান্ড ফ্রেমস'। খুব শীঘ্রই বাংলার জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হবে এই ওয়েব সিরিজের।

এটা শেয়ার করতে পারো

...

Loading...