গতবছরের মতো এবারও হায়দ্রাবাদের উত্তরণ বঙ্গীয় সমিতি-র গর্বিত ডিজিটাল পার্টনার জিয়ো বাংলা। শুধু পশ্চিমবঙ্গ নয়, মায়ের আরাধরনায় পুজোর আনন্দে সমান ভাবে মেতে ওঠে হায়দ্রাবাদও। ভিনরাজ্যে মাতৃবন্দনার প্রত্যেকটি মুহুর্ত উপভোগ করতে হলে অবশ্যই চোখ রাখুন জিয়ো বাংলায়।