১৫ই আগস্ট ইংরেজদের শাসনের হাত থেকে মুক্তি পেয়েছিল আমাদের দেশ, তবে বইপ্রেমীদের কাছে স্বাধীনতা দিবসের অর্থ কিছুটা আলাদা। বিশেষ এই দিনে সকাল থেকেই কলেজস্ট্রীটের ফুটপাথ জুড়ে চোখে পড়ে একরাশ বই। এমনিতে প্রায় রোজই কলেজস্ট্রীটের সামান্য কিছু অংশ জুড়ে পুরনো বইয়ের পসার সাজিয়ে বসেন ছোটো বিক্রেতারা, তবে ২৬শে জানুয়ারি, ১লা মে এবং ১৫ই আগস্ট এই বিশেষ তিনটি দিন কলেজস্ট্রীটের সমগ্র ফুটপাথ জুড়েই পুরোনো বইয়ের সম্ভার নিয়ে বসেন তাঁরা। এই তিনটি দিন এখানে নানাপ্রকার দেশী বিদেশী বইয়ের পাশাপাশি বেশ কিছু দুর্লভ পত্র-পত্রিকাও হঠাত চোখে পড়ে যেতে পারে, আর তাও পাওয়া যাবে অত্যন্ত সুলভমূল্যে। এই ১৫ আগস্ট, খোলা আকশের নীচে ফুটপাথে বই বিছিয়ে বসার মতো অনুকূল আবহাওয়া না থাকা স্বত্বেও জল-কাদা সঙ্গে নিয়ে বইয়ের পসরা সাজিয়ে বসেছিলেন বেশ কিছু বিক্রেতা, আমরাও পৌঁছে গিয়েছিলাম সেখানে। কথা বলে নিলাম বই বিক্রেতাদের সঙ্গে।
শহরাঞ্চলের গ্রন্থকীট পাঠকেরা এই তিনটে দিন দায়িত্ব নিয়ে পৌঁছে যান সেখানে এবং সংগ্রহ করে নেন তাদের প্রয়োজনীয় মূল্যবান, দুর্লভ বইগুলি। কারণ বই আমাদের মুক্তির গান, মনের বন্ধু।