আজাদগড় সেবক সংঘ সর্বজনীন দুর্গোৎসব খুঁটি পুজো-র ডিজিটাল পার্টনার হিসেবে গর্বিত জিয়ো বাংলা। ২৯ শে আগস্ট তাদের খুঁটিপুজো উপলক্ষ্যে আমরা উপস্থিত হয়েছিলাম পুজো-প্রাঙ্গনে। কথা বলে নিলাম ক্লাবের সদস্যবৃন্দের সঙ্গে। জেনে নিলাম এই বছর তাদের বিশেষ পুজো-পরিকল্পনা।