উষা গাঙ্গুলি বাংলা নাট্য জগৎ এর এক খ্যাতনামা নাট্য ব্যক্তিত্ব। তার নাট্যদল রঙ্গকর্মী আমাদের উপহার দিয়েছে বহু নাটক। উষা গাঙ্গুলি তৈরী করেছেন স্টুডিয়ো থিয়েটার। দশ বারো বছর আগে লন্ডনে এক বন্ধুর বাড়ি ঘুরতে যান তিনি। লন্ডনেই তিনি দেখেন বহু ব্ল্যাক বক্সেস স্টুডিয়ো থিয়েটার। তাঁর মনে জেদ তৈরী হয় কলকাতাতেও তিনি তৈরী করবেন এই স্টুডিয়ো থিয়েটার। বহু প্রচেষ্টায় তাঁর স্বপ্ন বাস্তব রূপ পায়। বাংলা নাট্য জগৎ এর দুই কালজয়ী অভিনেত্রীর নামে স্টুডিয়ো থিয়েটারের নাম রাখেন বিনোদিনী-কেয়া মঞ্চ। স্টুডিয়ো থিয়েটার তাঁর কাছে নিছক মঞ্চ নয়, বরং এক স্বয়ং সম্পূর্ণ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। তিনি আহ্বান করেছেন কলকাতা ও কলকাতার বাইরের বিভিন্ন দল কে। কবিতা পাঠ, থিয়েটারের আড্ডা, পাপেট-শো সব ধরনের অনুষ্ঠান হয় এখানে। তন্ময় বোস তাঁর দুশো ছাত্র নিয়ে তবলার অনুষ্ঠান করে গিয়েছেন এই স্টুডিয়ো থিয়েটারে। স্টুডিয়ো থিয়েটারের কিছু দৃশ্য ধরা পড়ল জিয়ো বাংলার ক্যামেরায়।