Vector Borne Disease: শিশু এবং বয়স্কদের ভেক্টর বাহিত রোগ থেকে কী ভাবে রক্ষা করা সম্ভব?

ভেক্টর-বাহিত রোগ কী? কোন ধরনের পোকামাকড় বা প্রাণীকে ভেক্টর বলা হয়? শিশু এবং বয়স্কদের ভেক্টর বাহিত রোগ থেকে কী ভাবে রক্ষা করা সম্ভব? পরামর্শ দিলেন ডাঃ সপ্তর্ষী বসু(Dr Saptarshi Basu, Consultant Medicine and Critical Care Woodlands Hospital)

 

হাইলাইটসঃ
১। ভেক্টর-বাহিত রোগ কী?
২। কী কী কারণে এই রোগ হয়?
৩। এই রোগ থেকে কীভাবে মুক্তি পাওয়া সম্ভব?

ভেক্টর-বাহিত রোগ কী?

মশা মাছি পোকামাকড় দ্বারা যে জীবাণুঘটিত রোগ হয়, তাকেই বলা হয় ভেক্টর-বাহিত রোগ(vector-borne diseases)।

কী কী কারণে এই রোগ হয়?

খাবারের উপর এই ধরণের পোকামাকড় বসলে তাদের জীবাণু সেই খাবারে মেশে, আর সেই খাবার সুস্থ মানুষরা খেলে তারা অসুস্থ হয়ে পড়ে। এছাড়াও এই রোগ এক মানব দেহ থেকে অপর মানব দেহে ছড়িয়ে পড়ে।

কোন ধরণের মশার থেকে এই রোগ ছড়াতে পারে?

অ্যানোফিলিস মশা সহ এই ধরণের রোগ বাহিত পোকামাকড় এই রোগ ছড়ায়। স্যাঁতস্যাতে আবহাওয়ায় এই ধরণের পোকামাকড়ের বংশবৃদ্ধি হয়। ফলে বর্ষার সময় এই রোগ বেশি দেখা দেয়।

কোন কোন রোগ হতে পারে এই জীবাণু থেকে?

১। ম্যালেরিয়া
২। ডেঙ্গি
৩। West nile fever
৪। প্লেগ
৫। টাইফাস সহ ইত্যাদি রোগ হয়।

শিশু এবং বয়স্কদের ভেক্টর বাহিত রোগ থেকে কী ভাবে রক্ষা করা সম্ভব?

১। কারোর বাড়িতে পোষ্য থাকলে তাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারা যেই জায়গায় ঘুমায়, সেটাও নিয়মত পরিষ্কার করতে হবে।

২। বাড়িতে বাগান থাকলে সেটা পরিষ্কার রাখা।

৩। Vector borne area –তে ভ্রমণ করলে, সেই সমস্ত পোকামাকড় থেকে বাচঁতে উপযুক্ত প্রস্তুতি নিয়ে যেতে হবে।

৪। বাড়ির কাছাকাছি জল ও ময়লা জমতে দেওয়া যাবেনা।

৫। পরিষ্কার খাবার খেতে হবে।

৬। পরিষ্কার পোশাক পড়তে হবে।

এই রোগ কী সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব?

বর্তমান সময়ে চিকিৎসা ব্যাবস্থা খুব উন্নত। প্রতি রোগেরই চিকিৎসা রয়েছে। তাই শরীরের সমস্যা অনুযায়ী ডাক্তারী পরামর্শ নিতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...