সময়মতো চিকিৎসায় সেরে যায় ইউটারিন সার্ভাইক্যাল ক্যানসার

ভারতে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত রোগীদের সংখ্যা সবচেয়ে বেশি। তারপরেই রয়েছে জরায়ুর ক্যানসারে আক্রান্তের সংখ্যা। ক্যানসার জরায়ুর বিভিন্ন অংশে হতে পারে। জরায়ুর মুখে যে ক্যানসার হয় তাকে ইউটারিন সার্ভাইক্যাল ক্যানসার বলে। এই ক্যানসারের মূল কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। সময় মতো চিকিৎসা করলে এই ক্যানসার সেরে যায়। ইউটারিন সার্ভাইক্যাল ক্যানসারের লক্ষণগুলো কী? এই বিষয়ে বিস্তারিত জানালেন ডাঃ রামদাস চট্টোপাধ্যায় (Ph D. President, Krishna Kumar Chatterjee Memorial Association)

ডাঃ রামদাস চট্টোপাধ্যায় বলেছেন, জরায়ুর মুখে যে ক্যানসার হয়, তাকে ইউটারিন সার্ভাইক্যাল ক্যানসার বলে। এই ক্যানসার নিয়ে এদেশের মহিলারা একদম সচেতন নয়। তাই আমাদের দেশের মহিলাই সবচেয়ে বেশি এই ক্যানসারে আক্রান্ত হন। সাধারণত ৪০ থেকে ৬০ বয়সী মহিলাদের মধ্যেই এই ক্যানসার ধরা পরে। কম বয়সী মহিলাদেরও হয় কিন্তু তার সংখ্যা খুব কম। এই ক্যানসারের প্রধান কারণ হল হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। তবে এই ভাইরাসের সংক্রমণ হলেই যে ক্যানসার হবে, এমনটা নয়। তবে সম্ভবনা বেড়ে যায়। এই ভাইরাসের আক্রমণে ছেলেদেরও ক্যানসার হতে পারে। কিন্তু এখন মহিলা আক্রান্তের সংখ্যাই বেশি।

দীর্ঘ দিন এই ভাইরাস শরীরে থাকলে জরায়ুর কোষগুলোর ক্ষতি করে। যার ফলেই ক্যানসার দেখা দেয়। এই ভাইরাসের কোনও ওষুধ নেই অ্যান্টি বায়োটিক নেই। এমনকি কোনও লক্ষণও নেই। সাধারণত তিন ধরনের পরীক্ষার মাধ্যমে বুঝে নিতে হয় যে ক্যানসারে আক্রান্ত কী না তা প্যাপ টেস্ট ও অন্য আরও দুই ধরনের টেস্ট করা হয়। টেস্টে যদি ক্যানসার ধরা পরে তাহলে সময় মতো চিকিৎসা করালে ক্যানসার সেরে যাওয়ার সম্ভবনা বেশি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...