'মিলন তিথি' ধারাবাহিক দিয়ে জার্নি শুরু হয়েছিল টেলি দুনিয়ায়। তারপর 'কাদম্বিনী', 'বকুল কথা', 'জয়কালী কলকাত্তাওয়ালী'র মতো ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। সফর শুরু করেছেন ওয়েব দুনিয়াতেও। 'সুন্দরবনের বিদ্যাসাগর' ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। তার আগে জিয়ো বাংলার পর্দায় ধরা দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী।
প্র: তোমার নতুন ওয়েব সিরিজ 'সুন্দরবনের বিদ্যাসাগর'-এর কনসেপ্টটা কী?
ঊষসী: এই ওয়েব সিরিজে একটা ছেলেকে দেখানো হয়েছে। কীভাবে সে বিধবাদের স্বনির্ভর করার জন্য কাজ করছে আর এই কাজ করতে গিয়ে তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে তা দেখানো হয়েছে এই গল্পে।
প্র: ওয়েব সিরিজের ‘বিদ্যাসাগর’ অর্থাৎ ঋদ্ধি সেন-এর সঙ্গে তোমার কী রকম সম্পর্ক?
ঊষসী: সিরিজে যে ভাবে আমারা একে অপরের বন্ধু। ঠিক একই ভাবে বাস্তবেও ঋদ্ধি আমার খুব ভালো বন্ধু।
প্র: গ্ৰামের বিধবা মেয়ের চরিত্রে অভিনয়ে করে কেমন লেগেছে তোমার?
ঊষসী: আমার সব সময় লক্ষ্য থাকে আমি কত তাড়াতাড়ি মেকআপ করে শুটিং ফ্লোরে যেতে পারব। তাই এই চরিত্রে অভিনয় করে আমার সত্যি খুব ভালো লেগেছে।
প্র: বিধবা মেয়ের চরিত্রে অভিনয় করতে তোমাকে কী কী প্রস্তুতি নিতে হয়েছে?
ঊষসী: সেভাবে কোনও প্রস্তুতি নেওয়া হয়নি। আর আমি যখন কোনও বিষয় নিয়ে বেশি প্রস্তুতি তখন সেই কাজটা খুব ভাল হয় না। তাই আমার মনে হয় প্রস্তুতি ছাড়া কাজ করলেই আমি ভাল কাজ করি।
প্র: সুন্দরবনের বসবাসকারী চরিত্র ফুটিয়ে তোলার জন্য তাদের সঙ্গে কী কথা বলেছ তুমি?
ঊষসী: বেশি কথা বলার সময় পাইনি আমি। কিন্তু আমরা যে ঘরে শুটিং করছিলাম। সেখানে যিনি থাকতেন তাঁর সঙ্গে কথা বলেছি আমি।
প্র: 'সুন্দরবনের বিদ্যাসাগর' ঋদ্ধি সেন-এর সঙ্গে কাজ করে কেমন লেগেছে?
ঊষসী: আমি ঋদ্ধিকে চিনি ছোটবেলা থেকে। আমারা একসঙ্গে থিয়েটার করতাম। একটা নাটকে আমরা একসঙ্গে কাজ করেছিলাম। ওর অভিনয় নিয়ে কোনও প্রশ্ন করা যায় না। তাছাড়াও একজন মানুষ হিসেবেও ঋদ্ধির কোনও তুলনা হয় না।
প্র: সুন্দরবনে শুটিং করার অভিজ্ঞতা কেমন ছিল?
ঊষসী: খুব ভাল ছিল। আমরা ওখানে যখন শুটিং করছিলাম তখন খুব শীত পড়েছিল। প্রায় ৯ ডিগ্ৰি সেলসিয়াস তাপমাত্রা ছিল। কিন্তু তাও আমরা খুব মজা করেছি।
প্র: ছোটপর্দায় দর্শকরা তোমাকে বিভিন্ন চরিত্রে অভিনয়ে করতে দেখছে, ছোটপর্দায় আবার কবে ফিরছ তুমি?
ঊষসী: খুব তাড়াতাড়ি আমি ছোটপর্দায় ফিরতে চাই। এই ছোটপর্দায় কাজ করেই আমি মানুষের কাছে পরিচিতি পেয়েছি। তাই ছোটপর্দায় আমি সব সময় কাজ করতে চাই।
এবার খেলব একটা মজার খেলা।
প্র: কোনও প্রজেক্ট সাইন করার পর রিগ্ৰেট করেছ?
ঊষসী: নো।
প্র: কোনও পাবলিক গ্যাদারিং-এর সময় এম্বারেশিং সিচুয়েশনে পড়েছ?
ঊষসী: নো।
প্র: বয়সে ছোট কারুর সঙ্গে প্রেম করেছ বা ক্রাশ খেয়েছ?
ঊষসী: ইয়েস। ক্রাশ খেয়েছি।
প্র: কোনও অ্যাক্টারকে স্টক করেছ সোশ্যাল মিডিয়াতে?
ঊষসী: ইয়েস।
প্র: কখনও বাবা-মাকে না জানিয়ে টাকা নিয়েছ?
ঊষসী: নো।
প্র: লুকিয়ে প্রেম করতে গিয়ে ধরা পড়েছ?
ঊষসী: ইয়েস।
প্র: কোনও সহ অভিনেতাকে দেখে ইরিটেটিং মনে হয়েছে?
ঊষসী: ইয়েস।
প্র: কখনও স্কুলে তোমার মা-বাবাকে ডেকে পাঠিয়েছে?
ঊষসী: অনেকবার।
প্র: তুমি দর্শকদের কী বলবে?
ঊষসী : আগামী ১১ মার্চ মুক্তি পাবে 'সুন্দরবনের বিদ্যাসাগর'। সবাই দেখবেন এই ওয়েব সিরিজটা। আমাদের ফিডব্যাক জানাবেন।