বয়স্কদের সবচেয়ে বেশি ইউরিন ইনফেকশন হয়ে কেন?

এখন প্রায় সব বয়সের মানুষই ইউরিন ইনফেকশনের সমস্যায় ভুগছেন। তবে এই রোগে আক্রান্তের সংখ্যায় এগিয়ে বয়স্করা। এই রোগের উপসর্গ শুরুতেই বিশেষ বোঝা যায় না। যার ফলে খুব দ্রুতই এই ছড়িয়ে পড়ে। এই ধরনের ইনফেকশন সাধারণত সংক্রমণের ফলে ছড়িয়ে পড়ে। সাধারণত বাড়িতে একজন ইউরিন ইনফেকশনে আক্রান্ত হলে অন্যরাও এই রোগে আক্রান্ত হতে পারেন। তাহলে এই রোগ এড়িয়ে চলার উপায় কী? এই রোগের উপসর্গগুলিই বা কী কী?

এই রোগ সম্পর্কে বিশদে জানিয়েছেন ডাঃ ময়াঙ্ক বেদ। তিনি জানিয়েছেন, বয়স্কদের ইউরিন ইনফেকশন হলে প্রস্রাবের সময় ব্যথা হবে, জ্বর আসবে, তল পেটে ব্যথা হতে পারে, বার বার প্রস্রাব হবে। তবে ইউরিন ইনফেকশন থাকলে কিডনি খারাপ নাও হতে পারে। তবে এই ইনফেকশন কিডনিতে ছড়িয়ে পড়লে তখন কিডনি খারাপ হয়ে যাবে। এছাড়াও যদি কারুর ডায়বেটিক থাকে তাহলে এই রোগে সংক্রমিত হওয়ার সম্ভবনা সবচেয়ে বেশি। তাই এই রোগীদের বেশি সতর্ক থাকতে হবে। অর্থাৎ স্বাস্থ্যকর খাবারদিনে ২-৩ লিটার জল খেতে হবে যাতে শরীর সুস্থ থাকে।

তবে এই রোগে আক্রান্ত হলে মানসিক চাপ বাড়তে পারে। যার ফলে আক্রান্ত ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটে। তবে শুধু সংক্রমণ নয়, অনেক সময় মূত্রনালীতে অনেক ‌ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়, এই কারণেও এই ইনফেকশন হতে পারে। তবে আগে থেকে চিকিৎসা করলে।

যেহেতু বয়স্করাই সবচেয়ে বেশি আক্রান্ত হন এই রোগে‌। বিশেষ করে বয়স্ক পুরুষদের যখন ইউরিন জমে থাকে। তখন ‌ইউরিন ইনফেকশন হতে পারে। তবে চিকিৎসার জন্য আন্টিবায়টিক দেওয়া যায় না বয়স্কদের। কারণ তাদের ‌এই ওষুধ দিলে অনেক সময় সাইড এফেক্ট হয়। তাই বয়স্কদের এই রোগ ধরা পড়লে সুস্থ হতে অনেক সময় লাগে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...