'মানবজমিন' ছবিটি মুক্তি পেল বড় পর্দায়

শিক্ষা সকলের- এ বিশ্বাস কুহুর। তাই অনাথ গরিব ছেলে-মেয়েদের জন্য একটা স্কুল খুলতে চান তিনি। এই কাজে তাকে  সাহায্য করেছে তার প্রেমিক সংকেত। দীর্ঘ দিন স্কুল বানানোর জন্য লড়াই চালিয়ে যান 'মানবজমিন' ছবির দুই মুখ্য চরিত্র। নিজের প্রথম ছবির গল্পে এই বিষয়টাকে তুলে ধরেছেন পরিচালক শ্রীজাত। হ্যাঁ, কবি শ্রীজাত এবার পরিচালক। এই গল্পে 'মানবজমিন' একটি স্বেচ্ছাসেবী সংস্থা। যাদের লক্ষ্য এই স্কুল তৈরি। কিন্তু সরকারের অনুদান পাওয়া জমি পেলেও স্কুল বানানোর অর্থ তারা যোগার করতে পারেননি। তবে সত্যিই কী স্কুল তৈরি হবে? এই সব প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে 'মানবজমিন' ছবিটি।

ছবিতে শ্রীজাতর পরিচালনায় অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় আর প্রিয়াঙ্কা সরকার। তারাই ছবির মুখ্য দুই চরিত্র সংকেত আর কুহু। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় ছাড়াও অনেকে। ছবির চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন শ্রীজাত বন্দোপাধ্যায়। বহু বছর পর এই ছবিতে শ্রীজাত কবি রামপ্রসাদ সেনের গান ব্যবহার করলেন। গান গেয়েছেন অরিজিৎ সিং, ইন্দ্রনীল সেন, শ্রেয়া ঘোষাল, রূপঙ্কর বাগচী, সোমলতা আচার্য চৌধুরী। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন জয় সরকার। রাণা সরকার নিবেদিত ও দাগ ক্রিয়েটিভ মিডিয়া এবং লর্ড অফ দ্য ইউনিভার্স প্রযোজিত এই ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে বড় পর্দায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...