গোঁড়ামি ভাঙতে ‘কুলের আচার’

বাংলা টেলিভিশনের জনপ্রিয় দুই অভিনেতা ও অভিনেত্রীকে প্রথমবার দেখা যাবে এক সঙ্গে। যাদের নাম হল বিক্রম চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকার। তাদের ছবির নাম 'কুলের আচার'। পরিচালক করেছেন সুদীপ দাসের এই ছবির মাধ্যমে সমাজের নারীদের একটি বড় সমস্যাকে তুলে ধরা হয়েছে। গল্পে এক স্বামী ও স্ত্রীর কাহিনী দেখানো হয়েছে। বিয়ের পর তারা দুজনে বেড়াতে যান। সেখানে গিয়ে স্ত্রীর মধ্যে একটি বদল আসে। তিনি আর স্বামীর পদবী ব্যবহার করতে চান না। আর এই জন্যেই শ্বশুর বাড়ির সকলে তার বিরুদ্ধে চলে যায়। শেষে শুধুমাত্র তার শাশুড়ি তার পাশে এসে দাঁড়ায়। কিন্তু সত্যিই কী এই লড়াই জিততে পারবে মেয়েটি? তার জন্যে দেখতে হবে 'কুলের আচার' ছবিটি।

ছবিতে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায় আর মধুমিতা সরকারকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ইন্দ্রানী হালদার ও নীল মুখোপাধ্যায়। এই প্রচারে জিয়ো বাংলার প্রতিনিধির মুখোমুখি হয়েছিলেন অভিনেতা নীল মুখোপাধ্যায় ও ইন্দ্রানী হালদার। ছবিতে তাঁর অভিনীত চরিত্র প্রসঙ্গে সুজন মুখোপাধ্যায় বলেছেন, "ছবিতে আমার চরিত্র অর্থডক্স ক্যারেক্টার। আমি ব্যক্তিজীবনে মোটেও এমন মানুষ নই। অভিনেতা হিসেবে এটাই মজার যে সব ধরনের চরিত্র আমি প্লে করতে পারছি।"

ইন্দ্রানী জানিয়েছেন, "এই কাহিনি ঘরে ঘরে ঘটে। সমাজের যে কোনও সোসাইটিতেই এই সমস্যা রয়েছে। তবে সমস্যাটি কী তা জানতে দেখতে হবে 'কুলের আচার' ছবিটি।"

এই ছবির প্রযোজনা করেছে শ্রীভেঙ্কটেশ ফিল্ম। আগামী ১৫ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...