'বন্ধনে বাঁধা' কলকাতাবাসি

স্বাধীনতার সময় সময় থেকে পথ চলা শুরু 'উল্টোডাঙা করবাগান'ক্লাবের । জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৮ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক ও সদস্য। আড্ডার ছলে উঠে এল তাদের পুজো সংক্রান্ত নানা কথা। এবছরে  ৭১ বছরে পদার্পন করলো তাদের পুজো। বেশ কিছু বছর বনেদিয়ানায় পুজো করার পর ১৯৯২ সাল  থেকে থিম পুজোয় প্রবেশ করেন তারা ।দীর্ঘ ২৬ বছর ধরে থিম পুজো করে আসছেন তারা । প্রতিবছর নতুন কিছু করা এবং দর্শকদের সামনে যেকোনো বার্তা তুলে ধরাই তাদের উদ্দেশ্য । এবছরে তাদের থিম 'বন্ধনে বাঁধা "।প্রত্যেকটি মানুষ জন্মের পর থেকে বিভিন্ন বন্ধনে বাঁধা পড়ে। কিন্তু সব বাঁধার ঊর্ধে একটি বাঁধা হলো শিক্ষার বাঁধন ।সেই বিষয় বিস্তারিত ফুটে উঠেছে তাদের এবারের থিম।আপনিও যদি বন্ধনে বাঁধা পড়তে চান তবে আপনাকে আসতেই হবে 'উল্টোডাঙা করবাগান' পূজমণ্ডপে। এই পুজোর একটি বিশেষত্ব হলো নির্দিষ্ট কোনো উদ্বোদনীর দিন থাকে না ।আপনারে যেদিন খুশি পূজমণ্ডপটি দর্শন করতে যেতে পারেন ।মুচিবাজার  বাস স্টপ থেকে  ১ মিনিট পায়ে হাঁটা পথ ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...