শ্যামবাজারের ‘ফুডিস্তান’ শহরের পিৎজাপ্রেমীদের কাছে ‘স্টার অ্যাট্রাকশন’

এক রকমে মন ভরবে না। এক সঙ্গে চায় অনেক রকম স্বাদ। সেই চাওয়ার সেরা পাওয়া ‘কম্বো অপশন’। ভোজন রসিকদের কাছে মিলিয়ে-মিশিয়ে খাওয়ার কম্বো মিল দুরন্ত আকর্ষণ। মহানগরীর এপ্রান্ত থেকে ওপ্রান্ত যারা ফুড হান্টিং করতে ভালোবাসেন তাঁদের কাছে খুব চেনা নাম ‘ফুডিস্তান’। কম্বোর জন্য বিখ্যাত এই রেঁস্তোরা। এখানে জনপ্রিয়তম প্ল্যাটার পিৎজা কম্বো। বারবি-কিউ-চিকেন পিৎজা, চিকেন টিক্কা পিৎজা, চিজ কর্ন পিৎজা আছে এই প্ল্যাটারে। আর একটি প্ল্যাটার ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ট্রিকস আর চিকেন স্যান্ডউইচের কম্বো। সঙ্গে থাকে কোলড ড্রিংস।

এই রেঁস্তোরাতেই এসেছিলেন এক ‘বিপজনক ফুডি’। অভিনেতা অনুভব কাঞ্জিলাল। নিজেকে ‘ফুডি’ বলতে ভীষণ ভালবাসেন। সারাদিন খাবারদাবার নিয়ে কথা বলতে বেজায় ভালবাসেন। ঘর কিংবা বার সব জায়াগাতেই। তবে ফুডি মানেই যে তিনি সব খাবার ভালবাসেন এমন নয়। বেছে বেছে তিনি খাবারের ফ্যান। মাছ খান না কাঁটা বলে। মাৎন খেতে খুব ভালবাসেন। সপ্তাহে ৩ দিন তাঁর ‘ভেজ ডে’। বাকি দিন ‘নন ভেজ ডে’। ভেজ ডে মানে সেদিন সব কিছু ভেজ খাওয়াদাওয়া। ননভেজের দিনগুলোতে শুধুই ননভেজ। আর ভালবাসেন চাইনিজ।

‘ফুডিস্তান’-এ এসে তিনিও এই দুই কম্বো প্ল্যাটারেরই ফ্যান। এই কম্বো তাঁর উত্তর কলকাতার নতুন উইকনেস!

এটা শেয়ার করতে পারো

...

Loading...