কাটোয়ার মেয়ে শ্রুতি দাস। ছোট থেকেই নাচ করে সে। মাত্র ১৫ বছর বয়স থেকে নাচ শেখায় শ্রুতি। ভেবেছিলেন নাচই হবে তার জীবন ও জীবিকা। হঠাৎই জীবনটা গেল পালটে। ত্রিনয়নী ধারাবাহিকের জন্য অডিশন চলছে জানতে পেরে চাকদা থেকে কলকাতার ভারতলক্ষ্মী স্টুডিওতে হাজির হন তিনি। অত দূর থেকে জার্নি করে আসার ফলে ক্লান্তির ছাপ চোখে মুখে ফুটে উঠেছিল তার। ফলে প্রথম দেখাতেই তাকে অডিশন থেকে বাদ দিয়ে দেওয়া হয়। মন খারাপ করে ঘরের মেয়ে ফিরেছিল ঘরে। সেদিন রাতেই একটা ফোন কল পালটে দিল তার জীবন এবং তার রোজকার রুটিন। শ্রুতি আজ পরিচিত ত্রিনয়নী নামে। কী ভাবে সেই রাতের ফোন কল পালটে দিল শ্রুতির জীবন? জানতে হলে দেখুন শ্রুতি দাসের এক্সক্লুসিভ ইন্টারভিউ। শুধুমাত্র জিয়ো বাংলায়।