কীভাবে আঁকবেন উইংগড আই লাইনার?

ঘুরে ফিরে আসছে হারানো দিনের ফ্যাশন। রেট্রো এখন ট্রেন্ডে ইন। বিশেষ করে চোখের মেকআপে। পুজোর ফ্যাশনে এবারের ইন থিং উইংগড লুক। পুজো উপলক্ষে অনেকের ইচ্ছা এই লুক ট্রাই করার। তাই উইংগড লাইনার ব্যবহার করার পদ্ধতি দেখালেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট সোমা চট্টোপাধ্যায়।

প্রফেশনাল মেকআপ আর্টিস্ট সোমা চট্টোপাধ্যায় বলেছেন, এই সময় উইংড লাইনারের ট্রেন্ড চলছে। লাইনারের মাধ্যমে উইংড করার জন্য ব্রাশ ব্যবহার করতে হবে। অনেক সময় উইংড লাইনার করার সময় লাইন কোনও ভুল হয়ে যায়, সেক্ষেত্রে লাইন রিমুভ করার জন্য ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। লাইনার সব সময় চোখের আউট কর্ণার থেকে ব্রাশ টানতে হবে। উইংড লাইনার অফিসে যাওয়ার আগেও ব্যবহার করা যেতে পারে। অফিস লুকে ভাল মানাবে।

মেকআপ করার আগে বেস মেকআপ করে রাখতে হবে। প্রথমে চোখের ক্রিজ লাইনের উপর লাইট শেড কালার ব্যবহার করতে হবে। দুটো চোখেই এই কালার ব্যবহার করতে হবে। এবার একটা ডিপ শেডের কালার ব্যবহার করতে হবে। চোখের নীচে হালকা ব্রাউন শ্যাডো লাগিয়ে নিতে হবে। তারপর চোখের বর্ডার লাইন করে নেওয়ার পর চোখে উইংগড ক্রিয়েট করে নিতে হবে। তারপর মাস্কারার পালা। মাস্কারার পর আই ল্যাশ ব্যবহার করতে হবে। তাহলেই আই মেকআপ কমপ্লিট হয়ে যাবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...