সরস্বতী পুজোয় সকাল থেকে বিকেল সেজে উঠুন স্নিগ্ধ সাজে। শাড়ি-পাঞ্জাবীতে কীভাবে হয়ে উঠবেন 'সেন্টার অব এট্রাকশন'? সরস্বতী পুজোর স্পেশাল লুক নিয়ে টিপস দিলেন ফ্যাশন স্টাইলিস্ট রুদ্র সাহা
সরস্বতীপুজোর সাজে এবারের ট্রেন্ড কী? ফ্যাশন স্টাইলিস্ট রুদ্র সাহা জানিয়েছেন, ফ্যাশনের ইন-আউট হয় না। যে যে ফ্যাশন ক্যারি করতে পারছে বা কেউ নতুন করে কিছু আনতে পারছে সেটাই ফ্যাশন, তাই তার ইন বা আউট বলে কিছু হয় না। সরস্বতী পুজোয় সাদা জামদানী তার সঙ্গে সাদা ব্লাউজ একটু গোল্ডেন গয়না আর মাথায় সাদা ফুলের থেকে ভাল সরস্বতী পুজোর কোনও লুক হতেই পারে না। হলুদ শাড়ি পরলে তার সঙ্গে হলুদ ব্লাউজ না পরলেই ভাল। কারণ সাদার সঙ্গে সাদা যতটা ভাল লাগে, হলুদের সঙ্গে হলুদ ততটা ভাল লাগে না। হলুদ শাড়ির সঙ্গে সবুজ, অরেঞ্জ শেডের ব্লাউজ ট্রাই করা যেতে পারে। সাদা হলুদের বাইরে গোলাপী শাড়ি পরা যেতে পারে। সঙ্গে রানি রঙের ব্লাউজ। অলিভ গ্রিনের ডার্ক শেডের শাড়ি, ওই টোনের ব্লাউজ আর সিলভার জুয়েলারি, আকাশী রঙের শাড়ি এই রঙও পরা যেতে পারে। যে কোনও একটা কালারে শাড়ি এখন ট্রেন্ড। একই কালার প্যালেটের নানা শেড।
এই দিনের সাজে খুব বেশি রঙ ভাল লাগে না। সরস্বতী পুজো দিনের বেলার উৎসব। স্কুলে যাওয়া, নিমন্ত্রণ, অনুষ্ঠান বন্ধুদের সঙ্গে দেখা সবটাই দিনে। তাই লাইট কালার সেরা অপশন। খুব বেশি মেকআপ দরকার নেই। হেয়ার কার্ল, কালার, এসবের বদলে আলগা খোঁপা, বান ভাল লাগে। হেভি মেকআপ সারাদিনের ঘোরাঘুরি ক্লান্তিকে আরও বাড়িয়ে তোলে। জামাকাপড়ও সেই হিসেবেই বেছে নেওয়া উচিত। নিজেকে কষ্ট দিয়ে কোনওদিন কোনও ভাল সাজ হতে পারে না। কাউকে দেখে সাজার কিছু নেই। নিজের ব্যক্তিত্ব অনুযায়ী সাজ হওয়া উচিত।