বাঙালির দুই টান- ট্রাম আর আড্ডা, যদি মিলে যায় বলুন তো কেমন হয়?
সেই নস্টালজিয়ার স্বাদেই মশগুল গড়িয়াহাট ট্রাম ডিপোর ‘ট্রাম ওয়ার্ল্ড ক্যাফে’ (Tram World Café)। এই ক্যাফে কেন এত স্পেশ্যাল ঘুরে দেখল ‘ফুডকথা, সঙ্গী অভিনেতা ঋষভ বসু (Rishav Basu, Actor)
একটা পুরনো শহর। পুরনো রাস্তা আর অলি-গলি। দু’পাশে দাঁড়িয়ে লাল ইঁটের পুরনো বাড়ি। পুরনো হয়েছে দেওয়ালের রঙ। একটু দূরেই গঙ্গা। রোদ পড়লে গায়ে লাগে নদীর হাওয়া। আর দূর থেকে ভেসে আসে ঢঙ ঢঙ শব্দ। ঘন্টি বাজিয়ে ট্রাম চলে যায় লাইন পেরিয়ে। কামরায় জানলার পাশে ইস্কুল ফিরত একটা ছেলে। ঘোর লাগা চোখে তাকিয়ে থাকে ছেলেটা। রাস্তার দু’পাশে সারি সারি দোকান। গন্ধ ভেসে আসে। ওই তেলে পড়ল কচুরির লেচি। কড়ার ডুবোতেলে সাঁতার কাটছে তেলেভাজা। গলানো চিনি আর রস জ্বালের গন্ধ জানান দেয় এ সেই চিরচেনা-উত্তরের টান। ট্রাম চলে তার গন্তব্যে আর বদলাতে থাকে গন্ধ লুচি থেকে রোলে, রোল থেকে কবিরাজির সুঘ্রাণে।
উত্তর কলকাতায় বড় হয়ে ওঠা ঋষভের। তাঁর চোখে ট্রাম আর উত্তর কলকাতা এভাবেই ধরা দেয়। স্কুল কেটেছে ট্রামে-ট্রামে। কলেজের পথও ট্রামের সিটেই। জানলা দিয়েই স্বাদের আহ্লাদে রসিক কলকাতার ছবি।
গড়িয়াহাট ট্রাম ডিপোর ‘ট্রাম ওয়ার্ল্ড ক্যাফে’তে গিয়ে সেই নস্টালজিয়াতে ডুব দিলেন তিনি। খেতে বেজায় ভালোবাসেন। একটু আধটু ডায়েট সেটাও পেশার প্রয়োজনে। তবে তিনি ভালবাসেন হেলদি খাবার। শহরের নতুন ডেস্টিনেশন এই ক্যাফে। বাঁশ, কাঠ দিয়ে অদ্ভুত ডেকরেশন, ট্রামের কামরা মন ভাল করে দেয়। আড্ডার ফুরফুরে মেজাজটা তৈরি হয়ে যায় সে সব দেখেই। পনির গার্লিক স্টিক, স্টিম সোয়া ইয়োদা, নানা ঢরনের স্যান্ডউইচ, কেক, স্টার্টার পাওয়া যায়। এখানের আকর্ষণ চাইনিজ আর জাপ ডিশ। আর আছে বিভিন্ন ধরনের চা-কফি। এখানকার কফির লিস্ট মন কাড়বেই কফিপ্রেমীদের।
ঋষভ ছোটপর্দা-বড়পর্দা-ওটিটি তিন মাধ্যমেই কাজ করেছেন। কিন্তু কোনও পর্দা নিয়েই তাঁর ব্যক্তিগত পছন্দ অপছন্দ নেই। তাঁর কথায়, সব মাধ্যমের নিজস্ব ভাষা আছে, সেই ভাষা উপভোগ করেন তিনি। জীবন শুরু হয়েছিল থিয়েটার দিয়ে, তাই মঞ্চ তাঁর ভালবাসার জায়গা। থিয়েটার অভিনেতার মাধ্যম। সেখানে কোন কাট, রিটেকের সুযোগ নেই। সবটাই অভিনেতার নিজের।
‘শ্রীকান্ত’ অভিনয় জীবনের আমিল স্টোন। তবে আরও একটি মাইল স্টোন হয়ে উঠতে চলেছে সায়ন্তন ঘোষালের ছবি ‘সরলাক্ষ হোমস’। যে ছবিতে গোয়েন্দা ‘শার্লক হোমস’র ভূমিকায় দেখা যাবে তাঁকে। লন্ডনে হয়েছে । রাজনন্দিনী পাল, অর্ণ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, সাহেব চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তীর মতো অভিনেতাদের দেখা যাবে ছবিতে।