২০১৬ সালের পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার সেই স্মৃতি আজও ভোলেনি কলকাতাবাসী, এবার সেই ঘটনাকে সিনেমার পর্দায় তুলে ধরেছেন পরিচালক পাভেল। ছবির নাম 'কলকাতা চলন্তিকা'। নানা ঝড় ঝাপটা সামলে এগিয়ে যাচ্ছে আমাদের প্রাণের শহর কলকাতা। কিন্তু এই ঝড় ঝাপটা শহরবাসীর জীবনে নানা পরিবর্তন নিয়ে এসেছে। ছবিতে এমনই এক পরিস্থিতির গল্প দেখানো চেষ্টা করেছেন পরিচালক পাভেল। কীভাবে একটি ঘটনা বদলে দেবে তাদের জীবন ? তা জানতে হলে দেখতে হবে 'কলকাতার চলন্তিকা' ছবিটি। সম্প্রতি এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। আর ট্রেলার লঞ্চের সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক পাভেল ও বাকি কলাকুশলীরা। সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হয়েছেন তারা।
ছবিতে অভিনয় করতে দেখা যাবে ইশা সাহা, রজতাভ দত্ত, সৌরভ দাস, অপরাজিতা আঢ্য, শতাব্দী চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, খরাজ মুখোপাধ্যায়, ইউটিউবার বং গাই ওরফে কিরণ দত্ত, অনামিকা সাহাকে। শতদ্রু চক্রবর্তী প্রযোজিত 'কলকাতা চলন্তিকা'-র গল্প লিখেছেন পাভেল এবং অধ্যাপিকা স্বাতী বিশ্বাস। 'বাবা ভূতনাথ এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে আগামী ২৫ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে 'কলকাতা চলন্তিকা' ছবিটি।