'কারাগার-২'তে ২৫০ বছর পুরনো জলবন্দীর ভূমিকায় দেখা যাবে চঞ্চল চৌধুরীকে

'হাওয়া'র পর আবার দুই বাংলার দর্শকদের মনজয় করতে ওটিটির পর্দায় ফিরছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। পরিচালক সৈয়দ আহমেদ সওকির 'কারাগার-২' ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে। সিরিজে এক ২৫০ বছরের এক জেলবন্দী। মীরজাফরকে খুন করেছেন তিনি। চরিত্রটি মূক ও বধির। যদিও এপার বাংলা ও ওপার বাংলার দর্শকরা 'কারাগার'-এর প্রথম সিজনে এই চরিত্রটার দেখা পেয়েছে। তাই এই ওয়েব সিরিজের প্রথম সিজনই দর্শকদের মনে সাড়া জাগিয়েছিল। কিন্তু দ্বিতীয় সিজনে গল্প কীভাবে এগোবে তা জানতে দেখতে হবে 'কারাগার-২'। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই ওয়েব সিরিজের ট্রেলার। ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সৈয়দ আহমেদ সওকি ও অভিনেতা চঞ্চল চৌধুরী।

ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ওয়েব সিরিজে নিজের চরিত্র সম্পর্কে জানিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি বলেছেন, কথা না বলে অভিনয় করাটা সত্যিই খুব কঠিন কাজ। চরিত্রটির জন্য তাকে প্রায় তিন মাস সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলা শিখতে হয়েছে। এবার দর্শকরা বলবে কেমন কাজ হয়েছে।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...