বড়পর্দায় আসতে চলেছে পরিচালক অর্ঘ্যদীপ চট্টোপাধ্যায়ের প্রথম ছবি ‘চিরসখা হে’। এই ছবিতে জুটি বেঁধেছেন তনুশ্রী চক্রবর্তী ও ঈশান মজুমদার। অন্যান্য চরিত্রে দেখা যাবে মিঠু চক্রবর্তী ও বরুণ চন্দকে।
এই ছবি সম্পর্কের গল্প। গল্পের কেন্দ্রে ঈশান। বনেদি বাঙালি পরিবারের ছেলে, ছোটবেলায় বাবাকে হারিয়েছে সে। কলকাতার বাসিন্দা হলেও একসময় শহর ছেড়ে তাকে চলে যেতে হয় উত্তরবঙ্গে। সঙ্গে মা আর জ্যেঠু। সেখানেই তাদের পৈত্রিক বাস। ঈশানের জ্যেঠামশাই শিবাশিসবাবু পেশায় আইনজীবী। ঈশান পেশায় ফ্রিল্যান্স ফটোগ্রাফার। পাশাপাশি ছবিও আঁকতে পারে সে।
ঈশানের দেখা হয় তিলোত্তমার সঙ্গে। তিলোত্তমা সাত বছর আগে স্বামীকে হারিয়েছে। এছাড়াও তিলোত্তমার জীবনে আছে আরও এক সত্যি। জীবন আর সময়ের সঙ্গে নিত্য লড়াই করে ক্লান্ত তিলোত্তমার সঙ্গে ঈশানের দেখা বদলে দেয় জীবনের প্রতি তার দেখা। কিন্তু সে কাহিনিও এক তরফা নয়। আসে নানা ঘাত-আঘাত, মান, অভিমানের পর্ব। তাদের সখ্যতা এভাবেই খুঁজে পায় নির্ভরতা। শেষ পর্যন্ত কী হয় ঈশান আর তিলোত্তমার সেই গল্পই বলবে এই ছবি।
ছবির স্ক্রিনপ্লে ও সংলাপ লিখেছেন অভীক রায়, সুজয়নীল বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত পরিচালনার দায়িত্বে সৌম্য ঋত। ৬৯ ক্রিয়েটিভ এন্টারটেনমেন্টের প্রযোজনায়, মোজোপ্লেক্স এন্টারটেনমেন্টের পরিবেশনায় আসবে এই ছবি।