গোয়েন্দা বা থ্রিলারধর্মী গল্প বরাবরই বাঙালির সবচেয়ে পছন্দের। কিন্তু বাঙালির গোয়েন্দা চরিত্রগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ফেলুদা আর ব্যোমকেশ বক্সী। এবার সেই ফেলুদাকেই ওটিটির পর্দায় দেখা যাবে। নতুন এই ওয়েব সিরিজের নাম 'ফেলুদার গোয়েন্দাগিরি'। এখানে গোয়েন্দা ফেলুদার ভূমিকায় দেখা যাবে অভিনেতা টোটা রায়চৌধুরীকে। গত ১ মে 'টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি'তে ছিল 'ফেলুদার গোয়েন্দাগিরি'-র ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন সিরিজের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেতা টোটা রায়চৌধুরী ছাড়াও বাকি কলাকুশলীরা।
ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এসে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলেছেন, "এখনো পর্যন্ত আমি ভালোই ফিডব্যাক পেয়েছি 'ফেলুদার গোয়েন্দাগিরি' নিয়ে। মানুষ বহু দিন অধীর আগ্রহে অপেক্ষা করছিল এই সিরিজ নিয়ে। আগামী ১৭ জুন সেই অপেক্ষার অবসান ঘটবে। আগে যা খামতি ছিল সেগুলির উপর আমরা কাজ করেছি।"
এই সিরিজে টোটা রায়চৌধুরী ছাড়াও রয়েছে অনিবার্ণ চক্রবর্তী ও কল্পন মিত্র। সিরিজে জটায়ুর চরিত্রে অভিনয় করেছেন অনিবার্ণ চক্রবর্তী ও তোপসের ভূমিকায় দেখা গিয়েছে কল্পন মিত্র। সিরিজের সঙ্গীত পরিচালনা করেছেন জয় সরকার। আগামী ১৭ জুন থেকে ওটিটি পর্দায় দেখা যাবে 'ফেলুদার গোয়েন্দাগিরি'।