হারানো শিকড়ের টান খুঁজবে তথাগত ভট্টাচার্যর ‘আকরিক’

Akorik- বদলে যাওয়া সময়ে বাঙালির যৌথ পরিবার এখন অনু পরিবার। সেই ধারণাতেও লেগেছে বদলের হাওয়া। কিন্তু রয়ে গিয়েছে হারানো শিকড়ের টান। চেনা বাস্তবই নিয়েই পরিচালক তথাগত ভট্টাচার্যের নতুন ছবি ‘আকরিক’। ছবিতে মূখ্য ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায় ঋতুপর্ণা সেনগুপ্ত, অনুরাধা রায়, মাস্টার অঙ্কন। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুপ্রতীম রায়, জয়শ্রী অধিকারী, সুদেষ্ণা চক্রবর্তী, অঙ্গনা বসু প্রমুখ অভিনেতা অভিনেত্রীকে। প্রযোজনায় আইসবার্গ ক্রিয়েশনস। সহ প্রযোজনায় দীপক পারিক। ছবির গল্প লিখেছেন সলিল সরকার। সঙ্গীত পরিচালনা করেছেন দেবজিৎ বেরা।

৭৫ বছরের এক বৃদ্ধ অরুণাভবাবুর সঙ্গে ১০ বছরের এক শিশু আকাশের সম্পর্ক ছবির বিষয়। পাহাড়ে বেড়াতে গিয়ে আকাশের দেখা হয় অরুণাভবাবুর সঙ্গে তিনি সেই পাহাড়েই অসুস্থ স্ত্রীকে নিয়ে থাকেন। ধীরে ধীরে বদলে যায় দুজনের পৃথিবী। অরুণাভবাবু যৌথ পরিবারে বড় হয়ে ওঠা মানুষ। মানুষের সঙ্গে মানুষের কাছে থাকার উষ্ণতায় বিশ্বাস করেন। সেই বোধেই ১০ বছরের এক একাকী শিশুর সঙ্গে গড়ে ওঠে তাঁর হৃদয়ের সম্পর্ক। শিশুটি বেড়াতে গিয়ে খুঁজে পায় ‘দাদু-দিদা’।   

ছবি মুক্তি পাবে ৭ এপ্রিল। তার আগে সামলে এল ছবির ট্রেলার। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, অনুরাধা রায়সহ ছবির পুরো টিম।

ছবির সহ প্রযোজক দীপক পারিক বলেন, ‘ আইসবার্গের প্রথম ছবি এটি। আমরা খুব উত্তেজিত ছবি নিয়ে। খুব সেনসেটিভ একটা বিষয় নিয়ে ছবি। কেউ জানে না জয়েন্ট ফ্যামিলি  ভাল নাকি নিউক্লিয়ার, এভাবে বলাও যায় না, কিন্তু আমরা চেষ্টা করেছি ছবির মধ্যে দিয়ে দর্শকদের একটা বার্তা পৌঁছে দিতে।

ছবিতে ঋতুপর্ণ্মা সেনগুপ্ত, ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের মতো বড় তারকারা কাজ করেছেন, কিন্তু তাঁদের সঙ্গে কাজের অভিজ্ঞতা অনবদ্য! 

এখন দর্শকরা খুব বুদ্ধিমান তারা জানে কেমন ছবি তাদের পছন্দ। আমরা দর্শকদের জন্যই ছবি বানাই। মনে হয় এই ছবি তাদের ভালই লাগবে। কারণ এই ধরনের বিষয়ের ওপর খুব বেশি ছবি হয়নি। আমরা বিষয়টাকে খুব ভালভাবে ফুটিয়ে তুলতে পেরেছি। পাহাড়ে শ্যুট হয়েছে। চিত্রনাট্য, কাস্টিং, সবটাই ছবির সম্পদ।

ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, ‘আমি ছবিতে সিঙ্গেল মাদার। অনেক বিষয় আছে এই ছবিতে যা এই সময়ের সঙ্গে ভীষণ উপযুক্ত। সমাজ, পরিবার সম্পর্কের জন্য। ছবির জার্নিটা খুব উপভোগ করেছি। পরিচালক খুব ভাল, টিমও। ছবি কোথাও না কোথাও মানুষকে নাড়া দেবেই। ভিক্টরদার সঙ্গে কাজ করা একটা পাওনা।’

ছবির পরিচালক তথাগত ভট্টাচার্য ছবি প্রসঙ্গে জানিয়েছেন, ‘আকরিক মানে একদ্ম ভিতর থেকে শুরু হয়ে যেটা আছে। এই ছবির বিষয়টা নিজের শিকড় খোঁজার। বাঙালি পরিবার যৌথ থেকে ভেঙে অনু হয়ে এখন সিঙ্গেল পেরেন্টিং-এ এসেছে, আমরা কি কোথাও শিকড় থেকে সরে যাচ্ছি? আমাদের কি নিজেদের পরিচয় খুঁজতে হবে নতুন করে? এই প্রশ্ন রেখেছি। সেই জন্যই এই অন্যরকম নাম। আমি চেয়েছিলাম এই ছবির নাম কেন আকরিক-প্রশ্নটা দর্শকদের মনে আসুক। সব ধরনের পরিবারের ধারণা দেখানো হয়েছে, তাই কোথাও না কোথাও মিল খুঁজে পাবে’।

অনুরাধা রায় বলেন, ‘এখনকার পরিস্থিতি, সম্পর্কের টানাপোড়েন, সম্পর্ক যে দিকে যাচ্ছে সেটাই এই ছবির বিষয়। দর্শকরা অন্যান্য ছবিতে তাঁকে যেভাবে দেখেছে এই ছবি তার চেয়ে আলাদা। অন্যভাবে দেখা যাবে তাঁকে। অনেকদিন পর ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার অভিনয় অনেকটা নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে কাজ করার অনুভূতি দিয়েছে তাঁকে।

ছবির ‘আকাশ’ মাস্টার অঙ্কন জানিয়েছে, ছবিতে তার অভিনীত চরিত্রটি মাকে খুব একটা কাছে পায় না। মা খুব ব্যস্ত। বাবা নেই। সে খুব একা। একা একা ঘুরে বেড়ায়। সেভাবেই পাহাড়ে দেখা দাদুর সঙ্গে। 

সুদেষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, ‘তথাগত ভট্টাচার্যের চতুর্থ ছবি ‘আকরিক’। প্রথমবার ভিক্টর বন্দ্যোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে। আমার চরিত্রটা চিকিৎসকের। দুই পরিবারের মধ্যে সেতু বন্ধনের কাজ করেছি ছবিতে।’

সুপ্রতীম রায় জানিয়েছেন, ‘এই ছবিটা সকলের খুব কাছের ছবি। খুব আবেগ আছে। আমরা প্রতিদিনের জীবনে যা দেখছি তাই উঠে এসেছে। অনেকগুলো ক্রাইসিস দেখানো হয়েছে’।

ছবিটি ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। ‘আকরিক’ মুক্তি পাচ্ছে ৭ এপ্রিল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...