৩৮ বছর পর ফিরছেন শুভঙ্কর সান্যাল। এবার তিনি আইনজীবীর ভূমিকায়। ‘শত্রু’ ছবির শুভঙ্কর স্যানাল আজও মানুষের মুখে মুখে ফেরা নাম। ছবির মুখ্য চরিত্র শুভঙ্কর সান্যাল আর সেই চরিত্রের অভিনেতা রঞ্জিত মল্লিক মিলেমিশে গিয়েছিলেন। 'অপরাজেয়' ছবি দিয়েই ফিরছেন শুভঙ্কর সান্যাল। সেই ভূমিকায় দেখা যাবে রঞ্জিত মল্লিককেই। বহুদিন পর আবার তিনি বড় পর্দায়।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘অপরাজেয় ছবির ট্রেলার ও পোস্টার। ট্রেলার ও পোস্টার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবি পরিচালক নেহাল দত্ত ও ছবির অভিনেতারা। ছবির কেন্দ্রীয় চরিত্র শু ভঙ্কর সান্যাল খুব সৎ আদর্শবান একজন মানুষ। জীবনে কখনও অসৎ কোনও কাজ করেননি তিনি। কিন্তু জীবনের শেষ পর্যায়ে এসে একটি ঘটনার সম্মুখীন হতে তাঁকে। এই ঘটনাই বদলে দেয় তাঁর জীবন। শুভঙ্করের এক মক্কেল টাকা অভাবে মামলা তুলে নিতে বাধ্য হন। তার মক্কেলের এই কাজ দেখে তিনি অবসর নেন। ধীরে ধীরে ভেঙ্গে পড়েন। কিন্তু আরও একটি অন্যায়ের ঘটনা শুনে আবার লড়াইয়ের ময়দানে নামেন তিনি। এভাবেই এগিয়ে যায় ছবির গল্প।
ছবি প্রসঙ্গে বলতে গিয়ে, পরিচালক নেহাল দত্ত জানিয়েছেন, “শত্রু ছবিতে একটা প্রতিবাদ ছিল। কিন্তু সেই সময় অবক্ষয়টা কম ছিল। এখন বেড়ে গিয়েছে। তাই এখন আরও বেশি দরকার এই ধরনের ছবি করার। তাই জন্য আবার শুভঙ্কর সান্যালকে ফিরিয়ে আনা হয়েছে। এই ছবি আজকালকার সমাজের গল্প বলবে। রঞ্জিত মল্লিকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যি অসাধারণ। দর্শকদের খুব ভাল লাগবে ছবিটা।"
ছবিতে রঞ্জিত মল্লিক ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায়, লাবনী সরকার, সুমিত গঙ্গোপাধ্যায়, মৃণাল মুখোপাধ্যায়, ফাল্গুনী চট্টোপাধ্যায়, সায়ন বন্দোপাধ্যায়, অরিন, গোপাল তালুকদার মতো অভিনেতারা। মোজোটেল এন্টারটেইনমেন্ট ও দিব্যা ফিল্মসের যৌথ প্রযোজনায় মুক্তি পাবে এই ছবিটি।