জীবন যুদ্ধের গল্পে 'আকাশ অংশত মেঘলা', মুখ্য ভূমিকায় রুদ্রনীল-রাহুল

স্বপ্নময় চক্রবর্তীর দুই ছোট গল্প 'পতাকার কাপড়' ও 'মেরুদন্ড' অবলম্বনে নির্মিত হয়েছে 'আকাশ অংশত মেঘলা' ছবিটি। নবাগত পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের এই ছবির কাহিনির মুখ্য উপাদান শ্রমিক জীবনের প্রতিদিন আর জীবন জীবিকার টানাপোড়েন। সম্প্রতি ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চ করেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক ও বাকি কলাকুশলীরা। গল্পের মুখ্য চরিত্র রসময় বাগচী হলেন একটি ট্রেড ইউনিয়নের সদস্য। একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। একদিন হঠাৎ সেই কারখানার জমি বিক্রি হয়ে যায়। কিছু দিন পর কারখানা বন্ধ হয়ে যায়। কারখানার জমি নিয়ে শুরু হয় রাজনীতি। কারখানা চালু করবার জন্যে আন্দোলন শুরু করেন তিনি। তবু কারখানা চালু হয়নি। তাই বাধ্য হয়ে অন্য পেশা বেছে নিতে হয় তাঁকে। অন্যদিকে সংসার চালানোর তাগিদে পড়াশোনা ছেড়ে চাকরি খুঁজতে বেরোতে হয় মেধাবী ছাত্র অনির্বাণ সরকারকে। গল্পের দুই চরিত্র রসময় আর অনির্বাণের দেখা হয়ে যায় একদিন। সেখান থেকেই তাদের জীবনে আসে পরিবর্তন। কিন্তু তারপর কী ঘটবে তাদের জীবনে তা জানতে দেখতে হবে ছবিটি।

ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে রুদ্রনীল ঘোষ ও রাহুল বন্দোপাধ্যায়কে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়, দামিনী বেণী বসু, অঙ্কিতা চক্রবর্তী, দেবদূত ঘোষ প্রমুখ। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন উপালি চট্টোপাধ্যায়। ছবিটি প্রযোজনা করেছে 'আইডিয়া ফ্রেমস প্রোডাকশন'। চলতি বছরেই বড় পর্দায় আসছে 'আকাশ অংশত মেঘলা'।

এটা শেয়ার করতে পারো

...

Loading...