জিয়ো বাংলার শারদ সম্মান ২০১৮-র অনুষ্ঠানে সঞ্চালিকা মনীষার সাথে পুজোর আড্ডা দিতে উপস্থিত ছিলেন টালিগঞ্জ প্লেস ক্লাব হিন্দুস্থান পল্লী দূর্গা পুজো কমিটির প্রতিনিধিত্বকারী সদস্যরা| জানালেন তাদের পুজোর বিষয়ে অনেক কথা| ছিলেন পূজা কমিটির সেক্রেটারি তন্ময় রায়, মহিলাদের সেক্রেটারি তন্নিষ্ঠা দে এবং ছিলেন শিল্পী দেবব্রত সিংহ| তারা জানালেন তাদের এই পুজো ৭২ বছরের পুজো| জানালেন প্রথমাবস্থায় সাধারণ ভাবে এই পুজো করা হত, পড়ে এই পুজোর শ্রীবৃদ্ধি হয়| বহু মানুষের সহযোগিতা ও সাহচর্যে এই পুজো এগিয়ে গেছে ধীরে ধীরে| দীর্ঘদিন অর্থাত ৭০ বছর ধরে সাবেকিপুজো করে আসার পর তাদের গত বছর থেকে থিমে প্রবেশ| তবে মন্ডপ প্রাঙ্গনে তারা তাদের নানা ভাবনাকে রূপায়িত করে তুললেও তাদের প্রতিমাতে থাকে সবেকিয়ানার ছোঁয়া| এই বছর রাজস্থানের বিখ্যাত কাঠের পুতুলকে সকলের সামনে তুলে ধরা হবে এই মন্ডপে| রাজস্থানের এই অতি পুরানো শিল্পকে সকলের সামনে তুলে ধরার পাশাপাশিশিল্পিদের নিয়েও এক প্রদর্শনীর চিন্তাভাবনাও করেছেন ক্লাব কর্তৃপক্ষ|