আদতে সুজন মুখোপাধ্যায় হলেও ফ্যানমুখে তিনি ‘নীল’

বাংলা সিনেমা, টেলিভিশন ও নাট্য জগতের পরিচিত মুখ সুজন ‘নীল’ মুখোপাধ্যায়। আদতে সুজন মুখোপাধ্যায় হলেও ফ্যানমুখে তিনি ‘নীল’। সেই কোন ‘লক্ষ্মীছানা’ দিয়ে তাঁর সঙ্গে দর্শকের চেনাজানার শুরু। মঞ্চের দর্শকদের তিনি আরও আগেই হয়ে উঠেছিলেন কাছের মানুষ। তারপর সিনেমা, টেলিভিশনে দর্শকদের ঘরের লোক। সম্প্রতি নাট্য গোষ্ঠী 'চেতনা'র পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে একটি বিশেষ নাট্য উৎসবের আয়োজন করেছে এই সেই উৎসবের প্রস্তুতি চলছে জোর কদমে। রিহার্সাল রুমে বসেই জিয়ো বাংলার টলিকথা অনুষ্ঠানে নাটক ও সিনেমা নিয়ে নিজের জীবনের নানা অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায়।


প্র: 'চেতনা' নাট্য গোষ্ঠীর পঞ্চাশ বছর উপলক্ষে কী কী নাটক নিয়ে আমরা আপনাকে মঞ্চে দেখতে পাবো?
সুজন নীল মুখোপাধ্যায়: এই ছয় দিনের উৎসবটা আমাদের কাছে অলিম্পিকের মতো। আমরা এই উৎসব পালন করার জন্য কেন্দ্রীয় কোনও অনুদান পাই না। আমি যখন ২০১৫ থেকে এই দলের দায়িত্ব নিয়ে ছিলাম..., সেখানে একটা নাট্য দলের পঞ্চাশ উদযাপন একটা বড় ব্যাপার। আমাদের 'মারিচ সংবাদ' নাটকটা পঞ্চাশ বছর ধরে মঞ্চস্থ হচ্ছে। তাই প্রথম দিন পর পর তিনটে শো রয়েছে সেই নাটকের। তারপর আবার নভেম্বরের ২০ তারিখ থেকে আবার 'জগন্নাথ' নাটকের শো আছে আর পরের দিন 'গোপাল উড়ে অ্যান্ড কোং'। এছাড়াও আমাদের বেশ কিছু নাটকের শো রয়েছে।

প্র: 'মারিচ সংবাদ' নাটকটা এখনও কতটা প্রাসঙ্গিক?
সুজন নীল মুখোপাধ্যায়: প্রাসঙ্গিক বলেই হয়তো আজও বেঁচে রয়েছে। আজ পৃথিবীর হয়তো রাজনৈতিক পরিস্থিতি ও সমাজ হয়তো বদলছে কিন্তু এই নাটকের মধ্যে এখনও এমন কিছু উপাদান রয়েছে যা আজকের সমাজের সঙ্গে মিলে যায়।

প্র: ব্যস্ত জীবনে থিয়েটার আর সিনেমার জন্য টাইম কীভাবে ম্যানেজ করেন?
সুজন নীল মুখোপাধ্যায়: হ্যাঁ, কাজটা খুব কঠিন কিন্তু আমি আগে থেকেই প্রযোজকদের বলে রাখি যে শ্যুটিংয়ের পর আমার রিহার্সাল থাকে। তবে এই নাট্য উৎসবের জন্য আমাকে একটা সিনেমার শুটিং ক্যানসেল করতে হবে। পয়সা রোজগার তো থাকবেই, কিন্তু এটা আমার আবেগের জায়গা শিক্ষার জায়গা, ভালো কাজ করার সুযোগ অনেক আসবে।

প্র: 'চেতনা'র নাটকে যে ধরনের বার্তা দেওয়া হয় তার জন্য কখনও রোষের মুখে পড়তে হয়নি?
সুজন নীল মুখোপাধ্যায়: আমি গল্প শুনেছি। কিন্তু নিজে চোখে দেখিনি।

প্র: 'ঘেঁটে ঘ' পরিচালনা করেছিলেন আপনি। আবার নতুন কী কী প্রজেক্টে আপনাকে পরিচালক হিসেবে পাওয়া যাবে?
সুজন নীল মুখোপাধ্যায়: এই বছরে আর কিছু হবে না তবে ২০২৩ সালে একটা ওয়েব সিরিজ আর ছবি পরিচালনা করতে পারি। সম্প্রতি আমি অঞ্জন দত্তের একটি ছবিতে অভিনয় করেছি। এছাড়াও অনীক দত্তর একটি ছবিতে অভিনয় করার কথা রয়েছে। টেলিভিশনেও একটা প্রজেক্ট করছি।

প্র: নিবেদিতা দি'র সঙ্গে আপনার এত বছরের প্রেম। পূর্বরাগটা কবে থেকে শুরু হয়েছিল?
সুজন নীল মুখোপাধ্যায়: তখন আমি অঞ্জন দত্তের একটা নাটকে অভিনয় করেছিলাম। সেই সময় নিবেদিতা অভিনয় করার জন্য এসেছিল। তারপর অভিনয় নিয়ে দুজনের মধ্যে কথা হয়। সেখান থেকেই শুরু। আমরা মনে আছে, প্রথম ডেটে গিয়েছিলাম মাত্র পঞ্চাশ টাকা নিয়ে। আমি একটা ধোসা কিনে ছিলাম। সেটাই অর্ধেকটা আমি আর অর্ধেকটা নিবেদিতা খেয়েছিল। তারপর ১৯৯৬ সালে আমরা বিয়ে করি। তবে আমি নিবেদিতার জন্য খুশি। থিয়েটারে ও টেলিভিশনে ভালো অভিনয় করছে ও। আর আমার সঙ্গেই একটা সিনেমাতেও অভিনয় করেছে।

এবার অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায়ে সঙ্গে একটা গেম খেলতে চলেছেন। যেখানে তাঁকে বলতে হবে কোন সংলাপ তার কোন সিনেমায় ব্যবহার করা হয়েছে।

প্র: "বাবার দেওয়া ছবি আর যন্ত্রের রহস্য আমি নিজেই ভেদ করবো আলাপ।"
সুজন নীল মুখোপাধ্যায়: ছবির নাম 'তানসেনের তানপুরা'।

প্র: "ওই শ্যামল লোকনাথ বাবার একটা ছবি টাঙাবে, তাই ফুটো করছি।"
সুজন নীল মুখোপাধ্যায়: 'তিন ইয়ারি কথা'।

প্র: " নানা টাকা অ্যাডজাস্ট করার জন্য বা এডভান্স করার জন্য আমি এখানে আসিনি বুঝেছেন? আমি আপনাদের পই পই করে বলেছিলাম যে ওপরের বাঙ্কে আমার ভালো ঘুম হয় না, ঘুম হয় না বলেছিলাম কি না?"
সুজন নীল মুখোপাধ্যায়: 'চলো লেটস গো'।

প্র: "আসলে বয়সে ও আমার থেকে অনেকটাই ছোট, অ্যারেঞ্জ ম্যারেজ। তাই এই বিয়েতে ও নিজে কতটা খুশি এই নিয়ে আমার প্রশ্ন ছিল প্রথম থেকেই, একটা কমপ্লেক্স কাজ করত বোধহয়?"
সুজন নীল মুখোপাধ্যায়: 'মনিহারা।'

প্র: "টাইপিং স্পীড ১২০ নাহলে আমি আজকেই তোমায় বিদায় করে দিতাম"।
সুজন নীল মুখোপাধ্যায়: 'বাই বাই ব্যাঙ্কক'। ওটা খুব ভালো একটা অভিজ্ঞতা যেখানে ব্যাঙ্ককের মতো একটা শহরে আমারা সবাই একসঙ্গে ছিলাম। খুব মজা করেছিলাম আমরা।

প্র: আপনার কী কমেডি চরিত্র বেশি পছন্দ?
সুজন নীল মুখোপাধ্যায়: না সেরকম না। কেরিয়ারের শুরুর দিকে আমি অনেক ধরনের চরিত্রই করেছি। কিন্তু একটা কমেডি শোতে আমার আর বিশ্বনাথের জুটিকে খুব পছন্দ করেছিল দর্শকরা। তারপর আমি বেশ কিছু কমেডি ছবিতে অভিনয় করেছি। আমার মনে হয় যে অভিনেতা কমেডি চরিত্রে অভিনয় করতে পারবে সে সব ধরনের চরিত্রে অভিনয় করতে পারবে।


এটা শেয়ার করতে পারো

...

Loading...