'কাবেরী অন্তর্ধান'-এর কাবেরী তিনি। এই ছবিতে নিজের নতুন লুক দিয়ে সকলে চমকে দিয়েছে কাবেরী ওরফে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। একদিকে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বহু বছর পর এই ছবিতে শ্রাবন্তীর সঙ্গে দেখা গিয়েছে তাদের দুজনকে। এত বছর পর ইন্ডাস্ট্রির দুই মহারথীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা টলি কথার আড্ডায় শেয়ার করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
প্র: বড় পর্দায় একসঙ্গে দুজনের কাজ করবার অভিজ্ঞতা কেমন ছিল?
শ্রাবন্তী চট্টোপাধ্যায়: ছোটবেলায় যেমন দেখেছিলাম কে.জি'কে এখনও সেরকমই। সব থেকে বড় কথা হল কে.জি ভীষণ কুল। শ্যুটিংয়ের আগে চরিত্র সম্পর্কে খুব সুন্দর করে বুঝিয়ে দেন। এছাড়াও কে.জি'র টিম খুব ভাল। অনেকদিন আউটডোরে শ্যুটিং করেছি কিন্তু একবারও মনে হয়নি যে বাড়ি ছেড়ে এত দিন কোথাও গিয়ে শ্যুটিং করেছি। আমরা খুব মজা করেছি।
প্র: শ্যুটিং চলাকালীন তোমরা জঙ্গলের মধ্যে ক্যাম্প খাঁটিয়ে থাকার সময় পশু-পাখির ভয় ছিল না?
শ্রাবন্তী চট্টোপাধ্যায়: না, আমরা সেই রকম জায়গাতেই ছিলাম যেখানে এই ধরনের সমস্যার না দেখা দেওয়ার সম্ভবনা কম রয়েছে।
প্র: ছবির শ্যুটিং লক ডাউনের আগেই হয় গিয়েছিল। এখন ফাইনালি এটা রিলিজ করেছে। দর্শকরাও পছন্দ করেছে ছবিটাকে তাই কেমন লাগছে এখন?
শ্রাবন্তী চট্টোপাধ্যায়: ভগবানের আশীর্বাদে লক ডাউন আশার আগেই আমাদের শ্যুটিং শেষ হয় গিয়েছিল। তারপর এতদিন পর ছবিটা মুক্তি পাওয়ার পর সত্যিই আমি খুব খুশি হয়েছি।
প্র: কাবেরীর চরিত্রে অভিনয় করতে গিয়ে তোমাকে ওয়ার্কশপ করতে। কারণ এটা তো ১৯৭৫ সালের একটি চরিত্র, তাই কী কী ওয়ার্কশপ করতে হয়েছে?
শ্রাবন্তী চট্টোপাধ্যায়: অ্যাকটিং করে দেখাতে হয়নি। তবে হ্যাঁ, স্ক্রিপ্ট নিয়ে অনেকক্ষণ কথা বলেছি আড্ডা দিয়েছি সবার সঙ্গে। তবে আমার লুক নিয়েও অনেকটা খেয়াল রাখতে হয়েছে।
প্র: এই ছবিতে প্রায় ২৪-২৫ বছর পর তোমাকে আর বুম্বাদাকে একসঙ্গে দেখা গিয়েছে। এত বছর পর বুম্বাদার সঙ্গে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা কেমন ছিল?
শ্রাবন্তী চট্টোপাধ্যায়: বুম্বাদা সব সময় এভার গ্ৰীন। ছোটবেলায় আমি বুম্বাদার সঙ্গে কাজ করেছিলাম। কিন্তু আমার স্বপ্ন ছিল বড় হয় বুম্বাদার সঙ্গে অভিনয় করার। এই ছবির সূত্রে আমি এই সুযোগটা পেলাম।
প্র: নতুন বছরে তোমার আর কী কী ছবি আসতে চলেছে?
শ্রাবন্তী চট্টোপাধ্যায়: নতুন বছরে আমার 'রবীন্দ্রনাথ কাব্য রহস্য', 'হাঙ্গামা ডট কম' ছবিগুলো আসতে চলেছে।
প্র: 'কাবেরী অন্তর্ধান' ছবিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে অন্য একটা লুকে দেখা যাচ্ছে। কী বলবে তুমি সেটা নিয়ে?
শ্রাবন্তী চট্টোপাধ্যায়: ট্রোল নিয়ে আমি পাত্তা দিই না। যার নাম আছে তার বদনামও আছে। আমার জীবনটা আমাকেই দেখতে হবে। 'কাবেরী অন্তর্ধান' অনেকেই খুব পছন্দ করেছেন। অনেকেই আমার প্রশংসা করেছেন এটাই আমার কাছে অনেক।
প্র: 'কাবেরী অন্তর্ধান'-এ তোমার লুকটা কী তুমি রিভিল করতে পারবে?
শ্রাবন্তী চট্টোপাধ্যায়: না। এখনও বহু মানুষ ছবিটা দেখেনি তাই এখনই বলে দিলে এই মজাটা আর পাবে না। তার জন্য অবশ্যই হলে গিয়ে দেখতে হবে ছবিটি।