অধ্যাপিকা থেকে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়

অভিনয় জীবনের শুরুটা হয়েছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেই। তারপর হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কন্নড় ও বাংলাদেশি ছবিতেও কাজ করেছেন তিনি। কিন্তু একজন সফল অভিনেত্রী হয়ে ওঠার আগেও তাঁর পরিচয় তিনি অধ্যাপিকা। কলকাতা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে পড়াশোনা শেষ করে সেখানেই অধ্যাপক হিসেবে যোগ দিয়েছিলেন। ইনি অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়। তাঁর জীবনের অজানা গল্প জিয়ো বাংলার টলিকথা অনুষ্ঠানে শেয়ার করলেন অভিনেত্রী।

প্র: তুমি কতগুলো ভাষার ছবিতে অভিনয় করেছ?
পায়েল মুখোপাধ্যায়: সব মিলিয়ে প্রায় ১০-১২টা হবে। এখনও আমার প্রায় সাত থেকে আটটা ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্র: এতগুলো ভাষা শিখতে তো সময়ে লেগেছিল। কীভাবে শিখলে?
পায়েল মুখোপাধ্যায়: আসলে আমি একজন আর্টিস্ট হিসেবে ফিল করেছি যখন মনের টান থাকে তখন ভাষাটা তুচ্ছ হয় যায়। তবে হ্যাঁ, কাজের জন্য আমার সবকটা ভাষাই শিখতে হয়েছে। তাছাড়াও ওরা আর্টিস্টদের অনেক সম্মান করে। যেটা অন্য ফিল্ম ইন্ডাস্ট্রির চেয়ে অনেকটাই বেশি।

প্র: কলেজের প্রফেসর থেকে অভিনেত্রী কীভাবে? ছোটবেলা থেকেই কী অভিনয় জগতে কাজ করার ইচ্ছা ছিল?
পায়েল মুখোপাধ্যায়: ছোটবেলা থেকেই আমি নাচ আর অভিনয় করতাম। তবে গ্রাজুয়েশনের পর আমি কলকাতা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ক্লাস করেছিলাম এক বছর। তারপর আমি ইনস্টিটিউটে প্রফেসর হিসেবে কাজ করেছিলাম। কিন্তু বাংলার বাইরে কাজ করা যখন শুরু করলাম তখন আমার প্রফেসরের চাকরিটা ছেড়ে দিতে হয়েছিল।

প্র: বাংলা কী কী কাজ তোমার দেখতে পাবো?
পায়েল মুখোপাধ্যায়: বাংলায় আমার দুটো ওয়েব সিরিজ বেরিয়েছে। কিছু বাংলা ছবি রয়েছে সেগুলোও রিলিজ হবে খুব তাড়াতাড়ী। এছাড়াও আমার একটা হিন্দি ওয়েব সিরিজ আসছে ওটিটি প্ল্যাটফর্মে।

প্র: বাংলাদেশে এখন খুব ভালো কাজ হচ্ছে। তুমিও বাংলাদেশের অনেক ছবিতে কাজ করেছো। সেই অভিজ্ঞতা কেমন?
পায়েল মুখোপাধ্যায়: বাংলাদেশে অনেক দিন ধরেই ভালো কাজ হচ্ছে। বিশেষ করে ওদের নাটকগুলো খুব জনপ্রিয়। আমি গত দু'বছর করোনার জন্য বাংলাদেশে কোনও কাজ করতে পারিনি। কিন্তু আগে শাকিব খানের সঙ্গে 'ক্যাপটেন খান', 'গন্ডী' ও 'মেকআপ' নামক একটি ছবিতে কাজ করেছিলাম আমি। তবে বাংলাদেশের মানুষের সবচেয়ে থেকে বড় প্লাস পয়েন্ট হল তাদের আতিথিয়তা।

প্র: কোন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে তুমি সব থেকে বেশি শিখেছ?
পায়েল মুখোপাধ্যায়: সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি। আসলে ওদের সিনেমার প্রতি একটা অদ্ভুত ভালোবাসা রয়েছে।

এবার র‌্যাপিড ফায়ার রাউন্ডে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়।

প্র: উইয়ার্ডেস্ট নিক নেম?
পায়েল মুখোপাধ্যায়: ভুতু।

প্র: লাস্ট কোন গান ডাউনলোড করেছ?
পায়েল মুখোপাধ্যায়: ডাউনলোড নয় অনলাইনেই আমি গান শুনি।

প্র: পরের জন্মে মানুষ ছাড়া কোন প্রাণী হয়ে জন্মাতে চাও?
পায়েল মুখোপাধ্যায়: কুকুর।

প্র:  উইয়ার্ডেস্ট ফুড কম্বো?
পায়েল মুখোপাধ্যায়: নিম পাতা দিয়ে ভাত আর কোল্ড ড্রিঙ্কস।

প্র:  উইয়ার্ডেস্ট অজুহাত?
পায়েল মুখোপাধ্যায়: গাড়ি খারাপ হয়ে গিয়েছে।

প্র: সেলিব্রেটি ক্রাশ?
পায়েল মুখোপাধ্যায়: সুশান্ত সিং রাজপুত।

প্র: সিক্রেট কিপার হিসেবে কত নম্বর দেবে নিজেকে?
পায়েল মুখোপাধ্যায়: ৯.৫।

প্র: ফেভারিট জাঙ্ক ফুড?
পায়েল মুখোপাধ্যায়: ফুচকা।
 

এটা শেয়ার করতে পারো

...

Loading...