'তানসেনের তানপুরা'র সূত্রে এখন বাঙালি দর্শকদের ঘরের মেয়ে অভিনেত্রী অনুরাধা

অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে একা একা বম্বে পাড়ি দিয়েছিলেন অনুরাধা মুখোপাধ্যায়। কেরিয়ারের শুরুর দিকে অ্যাসিস্টেন্ট ডিরেক্টরের হিসেবে কাজ করেছেন তিনি। মাকে হারানোর পর নিজের অভিনয় জগতে আসার সিদ্ধান্ত নেন তিনি। তারপর 'পাচঁলাত'(Panchlait) মতো হিন্দি ছবি, বাংলা ও অন্যান্য আঞ্চলিক ভাষার ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। জিয়ো বাংলা ‘টলিকথা’র আড্ডায় জানালেন অভিনয়ের দুনিয়ায় পায়ের তলায় মাটি খোঁজার সেই স্ট্রাগল-দিন কেমন ছিল...

প্র: টাফ শিডিউলে সব কিছু ঠিকঠাক ম্যানেজ করছ কীভাবে?
অনুরাধা মুখোপাধ্যায়: এখনও সব কিছু ঠিকঠাক মেনটেইন করতে পারছি পরে কী হবে জানি না। তবে আমি আবার কিছু দিনের মধ্যেই শহরের বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা পরের ইন্টারভিউতে বলব।

প্র: তুমি বাংলা ছেড়ে হঠাৎ মারাঠি ছবিতে অভিনয় করার কথা ভাবলে কেন ?
অনুরাধা মুখোপাধ্যায়: আসলে আমার লুক দেখে আমাকে সিলেক্ট করেছিল ওরা। কিন্তু মারাঠি জানতাম না বলে হিন্দিতে অডিশন দিতে হয়েছিল। শ্যুটিং শুরু হওয়ার আগে আমাকে মারাঠি শিখতে হয়েছিল। মারাঠি ছাড়াও আমি কিছু দিন আগেই একটা মালায়লাম ছবির কাজ শেষ করালাম, আগে গুজরাটি ও কন্নড় ছবিতেও কাজ করেছি।

প্র: 'পাচঁলাত'(Panchlait) ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা কেমন ছিল তোমার?
অনুরাধা মুখোপাধ্যায়: আমি বম্বেতে এই ছবির জন্য পাঁচটা অডিশন দিয়েছিলাম। তারপর আমাকে ছবির জন্য সিলেক্ট করার পর ওয়ার্কশপের জন্য কলকাতায় আসতে হয়েছিল। যেহেতু ছবিতে আমাকে উত্তর ভারতের একটি গ্ৰামের মেয়ের চরিত্রে অভিনয় করতে হয়েছিল। তাই সেখানকার গ্ৰামের মানুষদের আদব কায়দা আমাকে জানতে হয়েছিল। এছাড়াও এই ছবিতে হিন্দি থিয়েটার ও 'এন এস ডি' থেকে আসা বহু জনপ্রিয় অভিনেতারা অভিনয় করেছিলেন। তাই আমি প্রথম দিন থেকেই খুব টেনশনে ছিলাম।

প্র: হতে চেয়েছিলে প্রত্নতত্ত্ববিদ তারপর অভিনয় জগতে আসার সিদ্ধান্ত কখন নিলে?
অনুরাধা মুখোপাধ্যায়: আমি পড়াশোনা করেছি ইতিহাস নিয়ে। আমি আর্কিওলজিস্ট হতে চেয়েছিলাম। কিন্তু মাস্টার্স ফাস্ট ইয়ার্স করে ছেড়ে দিয়েছিলাম। ভালো লাগছিল না বলে। আমার বাড়িতেও কেউ অভিনয়ের সঙ্গে যুক্ত ছিল না। আর আমি প্রথমে অভিনয় করতামও না। শুধু অ্যাসিস্ট করতাম। কিন্তু যখন আমার মা মারা যান তখন আমি বুঝতে শুরু করেছিলাম যে আমি অ্যাক্টর হতে চাই। তারপর আমি বম্বে চলে গিয়েছিলাম।

প্র: 'সোয়েটার' ছবি দিয়ে তুমি বাংলায় কাজ শুরু করেছিলে। ছবির শ্যুটিং সেটে সিনিয়র অভিনেতারাও ছিলেন। কখনও টেনশন হয়নি?
অনুরাধা মুখোপাধ্যায়: না কখনও আমার টেনশন হয়নি। কিন্তু সিনিয়র অভিনেতাদের থেকে অভিনয়টা শিখতে পেরেছি। তবে হ্যা 'সোয়েটার' ছবির 'প্রেমে পড়া বারুন' গান খুব জনপ্রিয় হয়েছে। 'সোয়েটার' ছবির নাম অনেকেই পড়ে জানতে পেরেছে। কিন্তু এই গানটা সকলের জানা ছিল। আর এই ছবির শুটিংয়ের সময় আমার অনেক মজাও করেছিলাম।

প্র: কাজের সূত্রেই তুমি প্রথম শহরের বাইরে গিয়েছিলে। তখন কেমন এক্সপিরিয়েন্স হয়েছিল?
অনুরাধা মুখোপাধ্যায়: আমাকে প্রথমবার যখন মুম্বই যেতে হয়েছিল তখন একাই গিয়েছিলাম। বাবা অনেক বার ফোন করতেন। তাই বাধ্য হয় বাবাকে ব্লক করে দিয়েছিলাম। ছোটবেলা থেকেই মা আমাকে নিজের কাজ নিজেকেই করতে বলতেন। তাই রান্না থেকে শুরু করে সব কাজই করতে পারতাম। কিন্তু কখনও করতে হয়নি। তবে বম্বে চলে যাওয়ার পর ওখানে সব কাজ একাই করতাম।

প্র: পার্সোনাল লাইফে তুমি কেমন?
অনুরাধা মুখোপাধ্যায়: খুব সিলেক্টিভ।

প্র: তুমি কী কী খাবার খেতে ভালোবাসো?
অনুরাধা মুখোপাধ্যায়: আমি সব খেতে ভালোবাসি। বিরিয়ানি, রুটি, চিকেন ভর্তা এসব খাবার আমার বেশি পছন্দ।

প্র: 'তান সেনের তানপুরা'তে তোমাকে নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।
অনুরাধা মুখোপাধ্যায়: আমি সেই সময় অন্য একটা ওয়েব সিরিজের শ্যুটিং করছিলাম। তখন আমাকে 'হইচই' ফোন করে এই চরিত্রটা করতে বলা হয়েছিল। কিন্তু আমি প্রথমে রাজি ছিলাম না। কিন্তু সিরিজটা রিলিজ হওয়ার পর সকলের ভালোই লেগেছে আমার চরিত্রটা।

এবার র‌্যাপিড ফায়ার রাউন্ডে কোয়েশ্চেনের উত্তর দেবেন অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়।

প্র: মোস্ট অ্যাম্বারেসিং সিচুয়েশন(সবচেয়ে বিব্রতকর পরিস্থিতি)?
অনুরাধা মুখোপাধ্যায়: অনেকবারই এই ধরনের পরিস্থিতিতে পড়তে হয়েছে। তবে সবচেয়ে অ্যাম্বারেসিং ছিল যখন আমাদের কলেজে মধ্যে একবার পড়ে গিয়েছিলাম।

প্র: সবচেয়ে বড় অজুহাত?
অনুরাধা মুখোপাধ্যায়: আমি এখন শহরে নেই।

প্র: তোমার ফোনে তোলা লাস্ট স্ক্রিনশট?
অনুরাধা মুখোপাধ্যায়: অনেক আছে, কিন্তু সবচেয়ে ভালোটাই দেখাবো।

এবার কিছু একটা গেম খেলতে চলেছেন অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়। যেখানে কোন অভিনেতা ও কোন পরিচালকের সঙ্গে কোন খাবারের মিল রয়েছে বলবেন তিনি।

প্র: অনীক দত্ত?
অনুরাধা মুখোপাধ্যায়: উচ্ছে।

প্র: অঙ্গনা রায়?
অনুরাধা মুখোপাধ্যায়: রসগোল্লা।

প্র: শ্রীলেখা মিত্র?
অনুরাধা মুখোপাধ্যায়: আচার।

প্র: সৃজিত মুখোপাধ্যায়?
অনুরাধা মুখোপাধ্যায়: হাক্কা নুডুলস।

প্র: রজতাভ দত্ত?
অনুরাধা মুখোপাধ্যায়: মটন চাপ।

প্র: ঋদ্ধি সেন?
অনুরাধা মুখোপাধ্যায়: ছোলার ডাল।

প্র: অনুরাধা মুখোপাধ্যায়?
অনুরাধা মুখোপাধ্যায়: আলু পোস্ত।

প্র: তোমার নতুন কী কী প্রজেক্ট আসতে চলেছে?
অনুরাধা মুখোপাধ্যায়: আমার 'নীহারিকা' ছবিটা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে। এছাড়াও 'ইন্দু-২', 'বিরহী-২' আসছে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...