'সহবাসে' ছবিতে অভিনয় করে বাংলা দর্শকদের মধ্যে পরিচিত পেয়েছেন অভিনেতা অনুভব কাঞ্জিলাল। অভিনেতা হিসেবে কেরিয়ার শুরুর আগে লম্বা সময় দিল্লিতে কাটিয়েছেন তিনি। রাজধানী শহরে একটি কর্পোরেট সংস্থায় চাকরি করতেন অনুভব। তারপর সেই ছেড়ে দেন সেই চাকরি। অভিনয়ের টানে পা রাখেন কলকাতায়। 'আবার বসন্ত বিলাপ' ও 'অব্যক্ত'র মতো বাংলা ছবিতে দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি হিন্দি সিরিজ 'থ্রি কোর্স মিল'-এ অভিনয় করেছেন অনুভব। খুব তাড়াতাড়ি তার অভিনীত 'সম্পূর্ণা-২' আসতে চলেছে ওটিটিতে। জিয়ো বাংলার টলিকথার আড্ডায় উপস্থিত অভিনেতা অনুভব কাঞ্জিলাল।
প্র: তোমার পুজো কেমন কাটল?
অনুভব কাঞ্জিলাল: ভালোই কেটেছে। কিন্তু আমি আর বাবা কলকাতায় আর মা-বোন দিল্লিতে।
প্র: পুজোর সময় অন্য বার দিল্লিতেই থাকতে। কিন্তু এবছর কলকাতায় কাটল, কেমন লেগেছে কলকাতার পুজো?
অনুভব কাঞ্জিলাল: খুব খারাপ লেগেছে। কারণ পুজোর সময় আমি পরিবারের সঙ্গে সময় কাটাতে পারি না।
প্র: তোমার দিল্লিতে বড় হয়ে ওঠা তারপর সেখানেই চাকরি। চাকরি ছেড়ে কলকাতায় চলে এলে। প্রথম কাজ 'আবার বসন্তবিলাপ'। এখানে প্রথম কাজের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল?
অনুভব কাঞ্জিলাল: ভয় করেনি। তবে প্রথম দিকে যখন চাকরি ছেড়ে কলকাতায় কাজ করতে এসেছিলাম তখন অনেক কাজের অফার পেয়েছিলাম। কিন্তু সব ক্যানসেল হয়ে গিয়েছিল। শেষে 'বসন্তবিলাপ'-এ সুযোগ পাই।
প্র: 'অব্যক্ত' তোমার দ্বিতীয় ছবি। এই ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা কেমন ছিল?
অনুভব কাঞ্জিলাল: আসলে 'অব্যক্ত'র যে টিমটা ছিল সেখানে সকলেই খুব ইয়ং। খুব মন দিয়ে কাজ করেছিলাম।
প্র: তুমি খুব ভালো লিখতে পারো এবং গাইতে পারো।
অনুভব কাঞ্জিলাল: সত্যিই খুব ভালো গান গাইতে পারিনা আমি। তবে ছোটবেলায় ক্লাসিক্যাল মিউজিক শিখেছি তাছাড়া কলেজেও গান-বাজনা করেছি। সেই জন্য একটু চর্চা ছিল।
প্র: তুমি হিন্দিতেও কাজ করেছ।'থ্রি কোর্স মিল'-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছ তুমি। এর পর কী কী প্রোজেক্টে দেখা যাবে তোমাকে?
অনুভব কাঞ্জিলাল: আমার বম্বেতে কাজ করতেই হবে এমন কোনও স্বপ্ন নেই। তবে হ্যাঁ, নেটফ্লিক্সে আমার একটা প্রোজেক্ট আসবে কিছু দিনের মধ্যেই। আমি এখন খুব দেখে শনে কাজ করছি। কারণ সব প্রোজেক্ট তো সিলেক্ট করা যায় না।
প্র: আগেও অনেক অভিনেতা বলেছেন, বম্বের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার ধরন আর এখানে কাজ করার ধরনের মধ্যে একটা বড় পার্থক্য রয়েছে। এখানে কাজ নিয়ে একটু মিস ম্যানেজমেন্ট রয়েছে।
অনুভব কাঞ্জিলাল: আমি আমার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে প্রচন্ড ভালোবাসি। আমার মনে হয় দেশের 'ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম ইন্ডাস্ট্রি' আমাদের আছে। আমরা কম রিসোর্স থাকা সত্ত্বেও যে ধরনের কোয়ালিটি কাজ করে দেখাতে পারি তা বলিউড কেন হলিউডও করে দেখাতে পারবে না। আর এখন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কাজ করছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। যারা সকলেই নিজের কাজ নিয়ে খুব সিরিয়াস। তাই আমার এখন মনে হয় না মিস ম্যানেজমেন্ট রয়েছে।
প্র: 'সহবাসে' ছবিতে বাবার সঙ্গে প্রথম কাজ করেছ। কেমন ছিল এক্সপিরিয়েন্সটা?
অনুভব কাঞ্জিলাল: বাবা যেহেতু থিয়েটার করতেন তাই সিনেমার টেকনিক্যালিটিগুলো সম্পর্কে বাবা বেশি কিছু জানতেন না। এই জন্যই কাজটা করার সময় বাবা একটু টেনশনেও ছিল। আর বাবা সঙ্গে থিয়েটারে অভিনয় করার সুবাদে বাবা ডিরেক্টরিয়াল স্ট্র্যাটেজি সম্পর্কে একটু আইডিয়া ছিল সেই জন্য আমার কাজ করতে সুবিধা হয়েছে।
প্র: আচ্ছা অনুভব কাঞ্জিলাল কী প্রেম করছে? বিয়ে কবে করছ?
অনুভব কাঞ্জিলাল: হ্যাঁ করছি। তবে বিয়ে এখন করব না। কারণ তাড়াতাড়ি বিয়ের করার জন্য আমার বাবা-মাকেও অনেক স্ট্রাগেল করতে হয়েছিল। সেই স্ট্রাগেলটা আমি করতে চাইছি না।
প্র: তোমার নায়িকা ভাগ্য খুব ভাল এটা কী তুমি স্বীকার করবে?
অনুভব কাঞ্জিলাল: সত্যিই আমার নায়িকা ভাগ্য খুব ভাল আর আমার ছবিতে গানও খুব ভাল হয়।
প্র: 'সম্পূর্ণা'তে তোমার চরিত্রটা খুব হিট হয়েছে। প্রথমবার 'হইচই'-এর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন লেগেছে?
অনুভব কাঞ্জিলাল: ভালো লেগেছে। কিন্তু আমি 'হইচই'-এর সঙ্গে আগেও কাজ করেছি। অনেকগুলো শর্ট ভিডিয়োতে আমি অভিনয় করেছি। আর 'সম্পূর্ণা'তে আমার চরিত্রটার অনেকগুলো সেড ছিল। আমি কখনও ভাবিনি যে চরিত্রটা একটা নেগেটিভ ক্যারেক্টার। তাই জন্য খুব সহজে আমি চরিত্রটা প্লে করতে পেরেছি।
প্র: আপকামিং কী কী প্রোজেক্টে দেখা যাবে তোমাকে?
অনুভব কাঞ্জিলাল: 'সাজঘর'-এর শুটিং শুরু হবে কিছু দিনের মধ্যে। 'লমহে'র শ্যুটিং শেষ হবে কিছু দিনের মধ্যে। একটা বাংলার ওটিটি প্ল্যাটফর্মের প্রোজেক্টে আমি একটা সুপারহিরো চরিত্রে অভিনয় করেছি। জানি সেই প্রজেক্টটা করে আসছে। এছাড়াও 'সম্পূর্ণা-২' আসছে।
প্র: তোমার উইয়ার্ডেস্ট ফুড কম্বো?
অনুভব কাঞ্জিলাল: চিলি চিকেন আর পরোটা।
প্র: বাংলাতে আর হিন্দিতে তোমার সেলিব্রেটি ক্রাশকে?
অনুভব কাঞ্জিলাল: বাংলাতে স্বস্তিকা মুখোপাধ্যায় আর হিন্দিতে অনন্যা পান্ডে।
প্র: তোমার সঙ্গে ডেটে যেতে হলে কী কী পয়েন্ট মাথায় রাখতে হবে?
অনুভব কাঞ্জিলাল: খাবার খেতে হবে প্রচন্ড।
এবার কিছু একটা গেম খেলতে চলেছেন অভিনেতা অনুভব কাঞ্জিলাল। যেখানে কোন অভিনেতা-অভিনেত্রী ও কোন পরিচালকের সঙ্গে কোন খাবারের মিল রয়েছে বলবেন তিনি।
প্র: সোহিনী সরকার?
অনুভব কাঞ্জিলাল: চিলি চিকেন।
প্র: রাজনন্দিনী পাল?
অনুভব কাঞ্জিলাল: কচি পাঁঠার মাংস।
প্র: অঞ্জন কাঞ্জিলাল?
অনুভব কাঞ্জিলাল: প্রচন্ড ঝাল চিকেন ৬৫।
প্র: দেব?
অনুভব কাঞ্জিলাল: প্রোটিন বার।
প্র: ঈশা?
অনুভব কাঞ্জিলাল: ছোলার ডাল।
প্র: সৃজিত মুখোপাধ্যায়?
অনুভব কাঞ্জিলাল: বিরিয়ানি।
প্র: মৈনাক ভৌমিক?
অনুভব কাঞ্জিলাল: মুরগির মাংসের ঝোল।
প্র: শুভশ্রী?
অনুভব কাঞ্জিলাল: পোস্ত দিয়ে চিকেন।
প্র: অনুভব কাঞ্জিলাল?
অনুভব কাঞ্জিলাল: হাতিবাগানের আমিনিয়ার স্পেশ্যাল বিরিয়ানি।