হেয়ার কালার ব্যবহারে চুলে কী কী ক্ষতি হতে পারে?

হেয়ার কালার ব্যবহারে চুলে কী কী ক্ষতি হতে পারে?  চুলে আর্টিফিশিয়াল রং  কি ত্বকেও ক্ষতিকর প্রভাব ফেলে? রং করা চুলের কীভাবে যত্ন নেবেন? টিপস দিলেন ট্রাইবাল ট্রিমস অ্যান্ড বিউটি স্যালোঁর প্রধান এলিজাবেথ চাং লাখের (Elizabeth Chang Lakher, Founder & Director of Tribal Trims Hair & Beauty Salon)

হেয়ার কালার লুকস আর স্টাইলিং দুই ক্ষেত্রেই বদল আনে। যেমন ফেস মেকআপ দিয়ে নিজেকে বদলে ফেলা যায় হেয়ার কালারও অনেকটা তেমনি। চুলের কালার বদলে দেয় গোটা লুকটাই। চুলের সঠিক হেয়ার কালার ব্যক্তিত্ব বদলে দেয়। নিউ লুক আনার ব্যাপারে তো বটেই।

পেশা, পছন্দ, ইনডোর, আউটডোরে কতক্ষণ থাকতে হয় এইসবই চুলের রঙ নির্ধারণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। ওয়ার্ম শেড, কুল শেড দেখার পর ফিচার্স দেখা হয়। তারপর ঠিক করা হয় কী হবে চুলের রঙ।

চুলে রঙ করলে ক্ষতিগ্রস্থ হয় চুল- এলিজাবেথ জানিয়েছেন, এটি সম্পূর্ণ ভুল ধারণা। হেয়ার কালারের অনেক টেকনোলজি আছে। যত প্রফেশনাল কালার ব্যবহার করা হবে ততই চুলের ক্ষতি কম হবে। সব রঙেই রাসায়নিক আছে।

নিজের মতো কালার কিনে বাড়িতে ডাই করে নেওয়া একদম উচিত নয়। রঙ করলে চুল পড়ে এমন ধারণাও ঠিক নয়। চুল পড়া সাধারণ সমস্যা। তাই হেয়ার কালার করলেই চুল পড়বে এমন ব্যাপার নেই। তার সঙ্গে একাধিক বিষয় জড়িয়ে থাকে। চুল ঝরবেই। নতুন চুলের জন্মের জন্যও চুল ঝরবে।  একদিনে একশো চুল ঝরলেও তা অস্বাভাবিক নয়। যদি মনে হয় চুল পড়ার হার অস্বাভাবিক তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। কারণ তার সঙ্গে শরীরের সামগ্রিক সুস্থতার প্রশ্নটিও চলে আসে। থাইরয়েড, হরমোনের সমস্যাতেও চুল পড়ে। কোন অঞ্চলে থাকেন, সেখানকার জল, আবহাওয়া কেমন তার ওপরও  নির্ভর করে। কালার করার পার্শ্বপ্রতিক্রিয়াও গ্রে হেয়ার নয়। ডায়েট, হরমোন একাধিক কারণে গ্রে হেয়ারের সমস্যা হয়।

কালার করার পর আফটার কেয়ারও সমান গুরুত্বপূর্ণ। তার ওপরই নির্ভর করে কত রঙের স্থায়িত্ব।

পাতলা ও ঘন দু ধরনের চুলেই কালার করা যেতে পারে। পাতলা চুলের জন্য ডার্ক কালার। লাইটার শেড ব্যবহার করলে আরও পাতলা লাগবে চুল। ঘন চুলের জন্য লাইটার শেড।

এটা শেয়ার করতে পারো

...

Loading...