হেয়ার কাট বদলের সময় কোন কোন বিষয়গুলি খেয়াল রাখবেন?

কথায় বলে ‘চুল দেখা যায় চেনা’। মানে আপনার হেয়ার স্টাইল, হেয়ার কাট অনেকটাই প্রভাব ফেলে আপনার ব্যক্তিত্বকে। সঠিক হেয়ারকাট বদলে দেয় পুরো ব্যক্তিত্ব। তবে ইচ্ছে করলেই বা ভাল লাগলেই বদলে ফেলা যায় না হেয়ার স্টাইল। হেয়ার কাট নির্ভর করে মুখের গড়নের ওপর।

হেয়ার স্টাইল বদলে লুক চেঞ্জ করবেন ভাবছেন? কোন কোন বিষয়গুলি খেয়াল রাখবেন সাজেশন দিলেন সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট ও মেকআপ আর্টিস্ট জলি চন্দ (JOLLY CHANDA, Celebrity Hairstylist & Makeup Artist)

হেয়ার স্টাইলিস্ট ও মেকআপ আর্টিস্ট জলি চন্দ জানিয়েছেন,নিজের জন্য সঠিক হেয়ারকাট বেছে নেওয়ার আগে প্রথমেই মনে রাখতে হবে পেশা এবং ব্যক্তিত্ব- এই দুটি দিক। সেই হেয়ার স্টাইলে কমফর্টেবল হতে পারবে কি, দ্বিতীয়ত, মুখে হেয়ার স্টাইল মানাচ্ছে কি। এই ব্যাপারটি বুঝতে গেলে জানতে হবে ‘আমি কঈ চাই’ । মুখের কোন অংশ হাইলাইট করতে চাইছি , আর কোন অংশ ঢাকতে চাইছি। সেভাবেই হেয়ার স্টাইল বেছে নিতে হবে। চুলের ধরনের ওপরও হেয়ার কাট নির্ভর করে।

তাঁর মতে সোলডার লেন্থ বব সবচেয়ে নিরাপদ হেয়ার কাট। যেমন চুল হোক না কেন এই হেয়ার কাট সবাই ক্যারি করতে পারে। চুল ঠিক থাকলে সব কিছু ঠিক থাকে। লং হেয়ার বা শর্ট হেয়ার দুই রকম চুলেই ট্রেন্ডি স্টাইল করা যায়।

যে কোন নতুন হেয়ারকাটের মাধ্যমে লুক চেঞ্জের সিদ্ধান্ত নেওয়ার আগে সব সময় হেয়ার স্টাইলিস্টের পরামর্শ নেওয়া উচিত।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...