মা-ঠাকুমার স্মৃতি জড়ানো পুরনো শাড়িকে নতুন রূপ দেবেন কীভাবে?

মা-ঠাকুমার স্মৃতি জড়ানো পুরনো শাড়িকে নতুন রূপ দেবেন কীভাবে? পুরনো পোশাক Recycle করে Recreate করার উপায় কী? পুরনো শাড়ি ও পোশাকের যত্ন কীভাবে নেওয়া উচিত? লেটেস্ট  ফ্যাশন ট্রেন্ড ‘রিসাইকেলিং’  নিয়ে স্পেশ্যাল টিপস দিলেন নির্ভর’র কর্ত্রী কৌশিকী ঘোষাল (Kaushiki Ghosal, Founder of Nirbhor) 

পুরনো শাড়ি, পুরনো পোশাক, পুরনো জিনস এমনি আসবাবকেও নতুন করে ব্যবহার করা যেতে পারে। নিত্য নতুনের ভিড় কমিয়ে পুরনোকে নতুন করে ফিরে পাওয়ার মধ্যে আছে আবেগ আর অফুরান আনন্দ। সঙ্গে পরিবেশ সুরক্ষার দিকটিও উঠে আসছে। কারণ অবাঞ্ছিত পোশাক থেকে ছড়াচ্ছে দূষণও। পরিবেশ বাঁচাতে রিসাইক্লিংয়ের বিকল্প নেই। ফ্যাশন দুনিয়ারও এটিই লেটেস্ট ট্রেন্ড।

নির্ভর’র কর্ত্রী কৌশিকী ঘোষাল জানিয়েছেন, সবার আগে জানতে হবে রি সাইকেল আর আপ সাইকেল এই দুই জিনিস এক নয়। ধরা যাক একটা বোতল, সেটা আর কোনও কাজে লাগবে না। তাকে সম্পূর্ণভাবে গলিয়ে একটা নতুন ল্যাম্পসেট বানানো হল। এই ব্যাপারটাকে বলা হয় রি-সাইকেল। আবার সেই বোতলটাই যদি না গলিয়ে তাতে কিছু এঁকে ল্যাম্প শেড দিয়ে কাজে লাগানোকে বলা হয় আপ সাইকেল। কোনও একটা জিনিসকে সম্পূর্ণভাবে না ভেঙে আবার নতুন রূপ দেওয়া হল আপ সাইকেলিং-এর মূল জিনিস। শুধু শাড়ি বা পোশাক নয় যে কোনও পুরনো জিনিসকেই নতুন রূপ দেওয়া যেতে পারে।

আপ সাইকেল করার বেসিক কিছু শর্ত আছে।

আপ সাইকেল একটা প্রক্রিয়া যেটি বেশ কিছু শর্তাবলীর মধ্যে দিয়ে যায়। পরিবেশ রক্ষার দিকটিও আছে। সমাজ আর শিল্পের ওপরও ইতিবাচক প্রভাব ফেলছে। অর্গানাইজ্ড আর ডিসিপ্লিন এই দুই শব্দ আপ সাইকেল প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। যে জিনিসটি বহুদিন ধরে আপনার সঙ্গে রয়েছে তার প্রতি ভালবাসা থাকা দরকার। সোশ্যাল মিডিয়ার যুগে নিত্য নিত্য জিনিসে মন যায় মানুষের কিন্তু রি সাইকেলের দর্শন কোনও পুরনোই প্রাক্তন নয়। পুরনোর সঙ্গে জড়িয়ে থাকা আবেগকে শ্রদ্ধা করতে হবে। এভাবেই বাঁচিয়ে রাখতে হয় ঐতিহ্য।

এটা শেয়ার করতে পারো

...

Loading...