থাইরয়েডের সমস্যা কেন দেখা দেয়?

ঘুমের সমস্যা, সারাক্ষণ ক্লান্তি, হঠাৎ ওজন কমে  বা বেড়ে যাওয়া- এমন  সমস্যায় পড়ে চিকিৎসকের কাছে গেলেই পরীক্ষার পর জানা যায় ‘থাইরয়েড বেড়েছে’

থাইরয়েডের সমস্যা এখন খুব পরিচিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কী এই থাইরয়েড?

থাইরয়েড হল আমাদের গলার একটি গ্ৰন্থি। এই গ্রন্থি থেকে নিঃসৃত হয় থাইরক্সিন নামক একটি হরমোন। অনেক সময় এই হরমোন কম পরিমাণে উৎপন্ন হয় তখন হাইপোথাইরয়েডিজম হতে পারে। আবার এই হরমোন বেশি পরিমাণে উৎপন্ন হলে তখন হাইপারথাইরয়েডিজমের সমস্যা দেখা দেয়। এই থাইরয়েডের সমস্যাগুলি দেখা দিলে কীভাবে চিকিৎসা করতে হবে? থাইরয়েডের সমস্যা কেন দেখা দেয়?

থাইরয়েডের সমস্যা নিয়ে বিশদে জানিয়েছেন চিকিৎসক ডাঃ সাগরিকা মুখোপাধ্যায়

ডাঃ সাগরিকা মুখোপাধ্যায় বলেছেন, থাইরয়েড হল আমাদের গলার মধ্যে থাকা একটি গ্ৰন্থি। এই গ্ৰন্থি থেকে থাইরক্সিন নিঃসৃত হয়। এই হরমোনের কাজ মেটাবলিজম সিস্টেমকে কন্ট্রোল করা। তাই এই হরমোন নিঃসরণ কমে গেলে মেটাবলিজম সিস্টেমে নানা সমস্যা দেখা দেয়। এই সময় মানুষের ওজন বেড়ে যায়, মানসিক চাপ বাড়তে পারে, খুব ঘাম বেরতে পারে ইত্যাদি। এই থাইরয়েডের সমস্যার নাম হাইপোথাইরয়েড। তবে যদি এই হরমোন বেশি পরিমাণে নিঃসরণ হয় তখন ওজন কমে যায়, খাবার খাওয়ার পরেও ওজন বাড়ে না, গরম লাগতে পারে ইত্যাদি। এই সমস্যার নাম হাইপারথাইরয়েড

বিশেষ করে কম বয়সী মেয়েদের মধ্যে থাইরয়েডের সমস্যা দেখা দিলেও তা ধরা পড়ে না। তবে মায়ের যদি হাইপোথাইরয়েডের সমস্যা থাকে তাহলে তাঁর সন্তানেরও সেই সমস্যা দেখা দিতে পারে। তাই সন্তানের একটা টে.এস.এইচ পরীক্ষা করে নিতে হবে। থাইরয়েডের সমস্যা দেখা দিলে অনেকেই ফুলকপি, বাঁধাকপি, সোয়াবিন জাতীয় খাবার খাওয়া বন্ধ করে দেন। কিন্তু এই ধরনের খাবারগুলি কম পরিমাণে খাওয়া যেতে পারে তাতে কোনও সমস্যা নেই‌।

মায়ের হাইপোথাইরয়েড থাকলে অনেক সময় সন্তানের মতিষ্কের বিকাশ ঘটে না। তাই গর্ভবতী হওয়ার পর টি.এস.এইচ হরমোনের নিঃসরণ নিয়ন্ত্রণে রাখতে হবে। তবে হাইপারথাইরয়েড থাকলে রেডিও অ্যাকটিভ আয়োডিন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এই রোগের চিকিৎসা সম্ভব। এছাড়াও অস্ত্রোপচারও করা হয় অনেক ক্ষেত্রে। আয়োডিন কম থাকলে থাইরয়েডের সমস্যা দেখা দেয়। তবে সুস্থ থাকতে হলে প্রত্যেক দিন শরীরচর্চা করতে হবে ও স্বাস্থ্যকর খাবার খেতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...