সামনে এলো ‘আকরিক’ ছবির দ্বিতীয় গান। ‘গোপন কথাটি রবে না গোপনে’। রবীন্দ্রনাথের এই গানে আলাদা আবেদন তৈরি হয়েছে ছবিতে। ৭ এপ্রিল প্রেক্ষাগৃহে আসছে ‘আকরিক’। আইসবার্গ ক্রিয়েশনস-এর প্রথম নিবেদন।‘আকরিক’ ছবির সহ প্রযোজক দীপক পারিক। ছবি পরিচালনা করেছেন তথাগত ভট্টাচার্য। ছবির গল্প লিখেছেন সলিল সরকার।
এই ছবি পরিবার আর সম্পর্কের গল্প। পরিবারের উষ্ণতায় কীভাবে গাছ হয়ে বেড়ে ওঠে সম্পর্ক। মানুষের মন কীভাবে কাঙাল হয় পারিবারিক উষ্ণতার খোঁজ পেটে? সেটাই কি তার শিকড়ের সন্ধান? তারই উত্তর খুঁজেছে ‘আকরিক’। ছবির কেন্দ্রে ৭৫ বছরের অরুণাভবাবু আর ১০ বছরের আকাশ।
দুই ভিন্ন প্রজন্মের অসমবয়সী মানুষের মধ্যে বন্ধুত্ব আর শিকড়ের সন্ধানের গল্প আকরিক। বিশ্ব জুড়ে ভাঙছে পরিবারের বুনিয়াদ। বাঙালিরা বাদ নেই। একসময় তারা ছিল যৌথ পরিবারে বারো ঘর এক উঠোনের বাসিন্দা। দাদু-ঠাকুমা-জ্যাঠা-কাকা-পিসি আরও কত মানুষের জমজমাট কান্না-হাসির সংসার। সময়ের ধারায় বদল আসে সেই বুনিয়াদ। যৌথ পরিবার ভেঙে হয় অনু পরিবার। এখন আবার এসেছে নতুন হাওয়ার বদল। এখন বাবা-মার একক পরিবার। সবটাই বদলে যাওয়া সময় আর পরিস্থিতিতে।
অরুণাভবাবু যৌথ পরিবারের ছত্রছায়ায় বেড়ে ওঠা মানুষ আর আকাশ একা মায়ের সঙ্গে থাকে। মা বেজায় ব্যস্ত। তাি সে কিছুটা একা। পাহাড়া বেড়াতে এসে চেনা-জানা হয় অরুণাভবাবুর সঙ্গে। তিনি এি পাহাড়েি স্ত্রীকে নিয়ে থাকেন। এই অচেনা দম্পত্তির মধ্যে নতুন এক সম্পর্কের খোঁজ বা আকাশ।
অরুণাভবাবুর ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়। আকাশের ভূমিকায় মাস্টার অঙ্কন মল্লিক। আকাশের মা ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও দেখা যাবে অনুরাধা রায়, অঙ্গনা বসু, সুদেষ্ণা চক্রবর্তী, অনিন্দ্য সরকার, সুপ্রতীম রায়, জয়শ্রী অধিকারী, অভিষেক গঙ্গোপাধ্যায়, মাস্টার স্বপ্নদীপ অধিকারী।
২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয় ছবিটি। ২০২২-এ গোয়া অনুষ্ঠিত এনএফডিসি ফিল্মবাজারেও প্রদর্শিত হয়।