পুজোর ফ্যাশনে ইন্দো-ওয়েস্টার্ন আউটফিট টিপস

পুজোর সাজে এবারের ট্রেন্ড ইন্দো-ওয়েস্টার্ন ফিউশন। হোক বা জিন্স সব কিছুই সেই টাচে পাবে অন্যরকম লুক। ইন্দো-ওয়েস্টার্ন স্টাইলে কীভাবে চমক দেবেন, টিপস দিলেন মডেল, ডিজাইনার জিৎ বসু।

পুজোর কটা দিন নিজেদের অন্য সাজে দেখতে পছন্দ করে বাঙালি। অষ্টমীর সকালে ট্র্যাডিষনাল হসাড়ি আর পাঞ্জাবিতে অঞ্জলি হোক বা নবমীর রাতে কমপ্লিট ওয়েস্টার্ন লুক-সব কিছুতেই খোঁজে অন্যরকম ছোঁয়া। তার মাঝেই কেউ কেউ চায় অন্য রকম সাজে ধরা দিতে।

জিৎ বসু জানিয়েছেন, এবারের পুজোয় ছেলে মেয়ে উভয়ের ফ্যাশনেই ইন্দো- ওয়েস্টার্ন ট্রেন্ডিং চলছে। তবে পুজোর দিনগুলোতে  যাই পরা হোক না কেন আসল বিষয় হল কমফোর্ট জোন।  তাঁর সাজেশন, যে পোশাক আরাম দেবে, ভালভাবে ক্যারি করতে পারবে সহজে সেটাই করা উচিত।

যে কোন মেটিরিয়ালের শাড়িতে ড্রেপিং বদলে শাড়ির স্টাইল রাতারাতি বদলে ফেলা যায়। ওয়েস্টর্নাইজভাবে শাড়ি পরা যায়। লেগিংস, জিন্স-এর সঙ্গে শাড়ি পরা হচ্ছে। ওয়েস্টার্ন-এর সঙ্গে আমাদের এথেনিক মিশলে সেই ফিউশন স্টাইলটাই সব সময় হিট। কালার কনট্র্যাস্ট যাই হোক না কেন।দুর্গা পুজোয় বাংলার পরিচয়। তাই যে কোনও স্টাইলিং-এর ক্ষেত্রেই এই ব্যাপারটা যেন হারিয়ে না যায়।

এটা শেয়ার করতে পারো

...

Loading...