পুলিশ কর্মীদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিল লায়ন্স ক্লাব

তিনবছর ধরে চলেছে অতিমারীর বিরুদ্ধে লড়াই। সেই লড়াই এখনও শেষ হয়নি। করোনা পরিরোধে সাধারন মানুষকে সচেতন করে তুলতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। মানুষের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। কিছু দিন আগেও কলকাতার একটি স্কুলের ছাত্রীদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিয়েছিল লায়ন্স ক্লাবের সদস্যরা।

তবে এবার কলকাতা পুলিশের কর্মীদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে লায়ন্স ক্লাব। এখন পর্যন্ত মাত্র একদিনের মধ্যে ৪০০ বোতল স্যানিটাইজার ও ৪০০ পিস মাস্ক তুলে দেওয়া হয়েছে ৩৫ টি পুলিশ স্টেশনে।

কলকাতা পুলিশের সাহায্য নিয়েই এই সমাজসচেতন মূলক কাজ করেছে লায়ন্স ক্লাব। তাদের দেওয়া মাস্ক কলকাতা পুলিশ পথচলতি মানুষকে দান করবেন। এই লায়ন্স ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেছেন কলকাতা পুলিশের ডিসি রুপেশ কুমার। সাধারণ মানুষকেও সকল করোনা প্রোটকল মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সদস্য রেখা শর্মাকে এই সমাজ সেবা মূলক কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন ড্রিসট্রিক গভর্নর অমিত বোথরা। ১৮ ও ১৯ জানুয়ারি তাদের এই মাস্ক ও স্যানিটাইজার বিতরণীর কর্মসূচি চলছে। তাদের লক্ষ্য মোট ৪১ টি থানায় ৫০০ টি মাস্ক ও ৫০০ টি স্যানিটাইজার বিতরণ করার।

এটা শেয়ার করতে পারো

...

Loading...