আলতো হাতের ছোঁয়ায় প্রাণ পাচ্ছে বোবা মাটি, সেজে উঠছেন মৃণ্ময়ী

বর্ষা শেষের আকাশ বদলাতে শুরু করলেই বদলে যায় আলোর রং। নীল আকাশে সাদা মেঘের ভেলা। সকালের আলোর গায়ে তখন সোনালী জরির রোদ্দুর। গঙ্গার বুকে বয়ে যাওয়া ঢেউগুলো অন্য ভাষায় কথা বলে ওঠে। ছলাৎ ছল... ছলাৎ ছল। বুড়ো মাঝির নায়ে ছুটির খবর নিয়ে আসে উড়তে থাকা গাংচিলগুলো। পদ্মের বনে আধঘুমে না ফোটা কুঁড়ির দল। হিমেল হাওয়ায় টুপ টুপ করে
ঝরে পড়ে শিউলি ফুল। ভোরের হাওয়ায় ঘরে ফেরার টান। কাশফুলের ঝালর দুলে ওঠে শিশির ভেজা হাওয়ায়। কাজে মন লাগে না। শুরু হয়েছে প্রাণের উৎসবে প্রাণ প্রতিষ্ঠার আয়োজন। খড়, মাটি, শন, দড়ির সংসার। আধো অন্ধকার নিঝুম স্টুডিয়োতে টিমটিম করে জ্বলতে থাকা হলুদ আলো। খড়ের কাঠামোয় মাটির প্রলেপ। ভেজা মাটির গন্ধ। একমেটে, দো-মেটের আনচান। আলতো হাতের ছোঁয়ায় প্রাণ পায় বোবা মাটি। নিপুণ আঙ্গুলের গভীর স্পর্শে জেগে ওঠে মৃণ্ময়ী মায়ের মুখ। অতসী বর্ণা। চন্দ্র বদনা। সালাংকারা। দশপ্রহরণ ধারিনী। মা আসছেন...

এটা শেয়ার করতে পারো

...

Loading...