সমাজের পিছিয়ে পড়া শিশু ও মহিলাদের জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছে ফ্যাশন ডিজাইনার অনুশ্রী মালহোত্রা ও অর্পিতা চক্রবর্তী। কলকাতার ধাপা অঞ্চলের পিছিয়ে পড়া মহিলা ও শিশুদের জন্য কাজ করছে তাদের এনজিও 'তনুজ ভোকেশনাল ট্রেনিং সোসাইটি'। ২০২০ সাল থেকে ধাপার অনুন্নত এলাকার মহিলাদের সাবলম্বী করে তোলার ও তাদের সুস্বাস্থ্যের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে 'তনুজ ভোকেশনাল ট্রেনিং সোসাইটি'। এছাড়াও ঐ এলাকার শিশুদের শিক্ষার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা।
এবার ধাপা এলাকার মহিলাদের কর্মোদ্যোগে তৈরি হয়েছে অনুশ্রী মালহোত্রা ও অর্পিতা চক্রবর্তীর নতুন অরগ্যানিক পোশাকের কালেকশান। এই নতুন কালেশানের নাম 'ক্ষুদে'। ১৮ ফেব্রুয়ারি শিশুরাই উদ্বোধন করেছেন এই পোশাকের কালেকশান। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুদীপ্তা চক্রবর্তী, দেবযানী চট্টোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, সোহিনী সরকার, সম্পূর্ণা লাহিড়ি, সায়ন্তনী গুহঠাকুরতা, অনুরাধা মুখোপাধ্যায়, ওম সাহানি, মিমি দত্ত, গুলশানারা খাতুন, ও রেমোর মতো তারকারা। এছাড়াও ধাপা ৫৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা, বালিগঞ্জের ৬৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা শর্মা, সাওর্দান এভিনিউ ৮৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা বসু, দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি মহম্মদ বিলাল খান ও তনুজ ট্রেনিং সোসাইটির সভানেত্রী ভারতী রুদ্র উপস্থিত ছিলেন।
নিজেদের নতুন পোশাকের কালেকশান নিয়ে অনুশ্রী মালহোত্রা বলেছেন, "তনুজ ভোকেশনাল ট্রেনিং সোসাইটির সম্পূর্ণ নতুন পদক্ষেপ হল 'ক্ষুদে'। এই অরগ্যানিক পোশাকের ব্র্যান্ড যাত্রা শুরু করলে নতুন পথে। 'তনুজ ভোকেশনাল ট্রেনিং সোসাইটির' সদস্য অর্পিতা চক্রবর্তী বলেছেন, 'তনুজ ভোকেশনাল ট্রেনিং সোসাইটির' শিশুদের জন্য অরগ্যানিক পোশাক তৈরি করবে। মেয়েদের প্রচেষ্টায় আমরা সফল করতে পেরেছি এই স্বপ্ন। আশা করছি পরবর্তী কালেও আমরা এভাবেই এগিয়ে যেতে পারব।’