৫০ দিন পার ‘প্রজাপতি’র হল স্পেশ্যাল সেলিব্রেশন

তর্ক-বিতর্ক পেরিয়ে  ৫০ দিন পার করে ফেলল অভিজিৎ সেন পরিচালিত মিঠুন-দেব জুটির ‘প্রজাপতি’। গত ৩০ ডিসেম্বর দেশ জুড়ে মুক্তি পায় ছবি। তারপর ঝড় বয়ে গিয়েছে বঙ্গ আঙিনায়। সিনেমাপাড়া বনাম রাজনীতি পাড়ার বাক যুদ্ধে গরম হয়ে উঠেছিল বঙ্গের আবহাওয়া। তারওপর পাঠান ঝড় সব মিলিয়ে ‘প্রজাপতি’র ডানায় আঘাত এসেছে মাঝে মধ্যেই। কিন্তু সব আশংকা উড়িয়ে খোলা ডানায় উড়েছে প্রজাপতি। বাবা-ছেলের গল্প মন ভরিয়েছে দর্শকদের। দর্শকরাও হল ভরিয়েছেন। এখন পর্যন্ত প্রজাপতির বক্স অফিস কালেকশন ১০.২৭ কোটি টাকা। ভারতের বাইরেও মুক্তি পেয়েছে ছবি।

শুক্রবার ডিস্ট্রিবি শতদীপ সাহা ট্যুইটে লেখেন, ‘বেশি কিছু বলার নেই। প্রজাপতি ৪৯ তম দিনে বাংলা সিনেমার বক্স অফিসে ইতিহাস গড়েছে। সিনেমা হলে অনেকদিন পর বাংলা ছবির জন্য ‘হাউসফুল’ বোর্ড দেখা গিয়েছে। করোনা-অতিমারীর ধকলে জর্জরিত টলিপাড়ায় এ এক বড় খবর বলাই যায়। 

অভিজিৎ সেনের পরিচালনায় এই ছবিতে বাবা ছেলের ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী ও দেব। ছবিতে ফিরেছে মিঠুন-মমতাশঙ্করের রসায়নের পুরনো নস্ট্যালজিয়ার টান। ছবির ৫০ দিন উদযাপন করতে নবীনা সিনেমা হলে স্পেশ্যাল সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল। কেক কেটে হয় সেলিব্রেশন। হাজির ছিলেন দেব, মমতাশঙ্কর, পরিচালক অভিজিৎ সেন এবং ছবির কলাকুশলীরা। প্রজাপতির সাফল্য প্রসঙ্গে দেব বলেন, বিতর্ক নয়, ছবির সাফল্যের পিছনে রয়েছে সকলের পরিশ্রম।

এটা শেয়ার করতে পারো

...

Loading...