পারকিনসনের উপসর্গ কী?

পারকিনসন হল এক প্রকারের নিউরো-ডিজেনারটিভ রোগ। শরীর কাঁপা, অবশ, হাঁটতে অসুবিধা, কথা জড়িয়ে যাওয়া ও ভারসাম্য রাখতে না পারার যায় না এই অসুখ দেখা দিলে। তবে যেমন রয়েছে উপসর্গ ঠিক তেমনি রোগের চিকিৎসাও রয়েছে। কিন্তু অনেকেই জানেন না এই রোগ ও তার চিকিৎসা সম্পর্কে। তাই পারকিনসনের চিকিৎসা সম্পর্কে জানালেন নিউরোলজিস্ট ডাঃ অংশু সেন।

নিউরোলজিস্ট ডাঃ অংশু সেন বলেছেন, পারকিনসন হল একটি স্নায়বিক ব্যাধি। এর ফলে ব্রেনের মধ্যে ডোপামিন ডেফিসিয়েন্সি হয়। আর সেই জন্যেই কিছু কিছু লক্ষণ দেখা যায়। অনেক সময় হাত কাঁপে, কারুর কারুর চলার গতি কমে যায়। কেউ কেউ আবার পড়ে যায়। আগে ভাবা হতো পারকিনসন একটি বয়সজনিত রোগ। কিন্তু এখন অল্প বয়সীদের মধ্যেও এই সমস্যা দেখা দেয়। জিনগত কারণেও এই সমস্যা আসতে পারে। ওষুধের মাধ্যমে এই রোগের চিকিৎসা সম্ভব। তবে অনেক ক্ষেত্রে সার্জারি ও ফিজিওথেরাপি করার দরকার হতে পারে।

কিন্তু ওষুধ ব্যবহার বন্ধ করা যাবে না। ওষুধের যেমন উপকারের রয়েছে তেমন পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। ওষুধের ব্যবহারে রোগীর মাথা ঝিম করে, হ্যালুসিলেশন, পা ফুলে যেতে পারে। তবে ওষুধ ব্যবহার করলেই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সার্জারির আগে চিকিৎসকরা ওষুধ ব্যবহার করার পরামর্শ দেন। যদি ওষুধ ব্যবহার করে রোগ প্রতিরোধ করা যায়। তাহলে আর সার্জারির দরকার পড়ে না। এই রোগ দেখা দিলে রোগীর ভুলে যাওয়ার সমস্যা, গন্ধ না পাওয়ার সমস্যা, ল্যাথার্জি আসতে দেখা দিতে পারে। অনেক ক্ষেত্রে এই উপসর্গগুলো ওষুধের ব্যবহারেও নিরাময় করা সম্ভব হয়ে না। তবে নিয়মিত যোগ ব্যায়াম করলে এই রোগের উপসর্গগুলিকে এড়িয়ে চলা যায়। এছাড়াও মিউজিক থেরাপির মাধ্যমে এই রোগকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়। এই রোগে আক্রান্ত হয়েছেন যারা তাদের পাশে থাকতে হবে পরিবারের সদস্যদের। আর অসুখ ধরা পড়ার পর খুব তাড়াতাড়ি চিকিৎসা শুরু করতে হবে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...