একক নারীর বেঁচে থাকা আর অধিকারের লড়াই সব সময় কঠিন। তিনি যদি মা হন তখন লড়াইটা হয়ে যায় আরও কঠিন। সংসার, সমাজ কখনও কখনও আবার পরিবার। বাঁধা আর বিপন্নতার কাঁটা কিছু কম নয়। অপরিসীম শক্তি আর জেদ নিয়ে তবু লড়ে যান তাঁরা। নিজের এবং সন্তানের নিরাপত্তা, ভবিষ্যৎ, জীবনযাত্রা সবটাই নিজের শক্ত কাঁধে। বিপন্নতা চেনা কিন্তু তাদের গল্পগুলো ভিন্ন।
কতটা কঠিন একক মায়ের লড়াই? কীভাবে প্রতিকূলতা সামলান তাঁরা? ‘আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে ‘স্টেটাস সিঙ্গেল’ কমিউনিটির কনফারেন্সে শোনা গেল একক মায়েদের যাপন কাহিনি। উপস্থিত ছিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
‘স্টেটাস সিঙ্গেল’ কমিউনিটির এটি দ্বিতীয় সম্মেলন। প্রথম সম্মেলনে উপস্থিত ছিলেন মল্লিকা সারাভাই। কমিউনিটির ফাউন্ডার শ্রীময়ী পিউ কুন্ডু জানিয়েছেন, এই কমিউনিটি ছড়িয়ে আছে দেশের আরও আটটি শহরে। দুবাই এবং ব্রিটেনেও আছেন তাঁরা। একক মহিলা এবং একক মায়েদের নিয়ে এই কমিনিটি’।
বহু মহিলা যুক্ত হয়েছেন কমিউনিটির সঙ্গে। তাঁরা পরস্পরের সঙ্গে জুড়ে থাকেন। একে ওপরের পাশে দাঁড়ান। এক কথায় বলা যায় যে এই কমিউনিটি এক স্বাধীন ও স্বতন্ত্র দুনিয়া।
অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘‘স্টেটাস সিঙ্গেল’ শুধুমাত্র ভার্চুয়ালে সীমাবদ্ধ না থেকে যেভাবে ছড়িয়ে পড়েছে তা অত্যন্ত প্রশংসার’।
অনুষ্ঠানে স্বস্তিকা মুখোপাধ্যায়ের ‘তাসের দেশ’ ছবিটি প্রদর্শিত হয়। তাঁর সঙ্গে খোলামেলা আড্ডা এবং শ্রীময়ী পিউ কুন্ডুর কথা এই অনুষ্ঠানের বড় প্রাপ্তি।