মেকআপ শুধু মাত্র ত্বকের সৌন্দর্য বাড়িয়ে তোলে তা নয়, তার পাশাপাশি আত্মবিশ্বাসও বাড়িয়ে তোলে। তাই বর্তমান যুগে মেকআপ প্রায় সকলের জন্যেই গুরুত্বপূর্ণ। শহরের মেকআপ ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম মেকআপ আর্টিস্ট স্বপ্না সাহা। কঠোর পরিশ্রমই মেকআপ ইন্ডাস্ট্রিতে পরিচিত দিয়েছে তাঁকে। সম্প্রতি 'স্বপ্নাজ মেকওভার অ্যান্ড বিউটি স্টুডিয়ো অ্যান্ড অ্যাকাডেমি'র অনুষ্ঠানে মেকআপ আর্টিস্ট স্বপ্না সাহার সকল ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল সার্টিফিকেট ও পুরস্কার। স্বপ্না সাহার অ্যাকাডেমি থেকে যারা মেকআপ কোর্স কমপ্লিট করেছেন তাদের জন্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তবে শুধুমাত্র পুরস্কার বিতরণীর পাশাপাশি নাচ, গান ও খেলার আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে। ছাত্র-ছাত্রীরা সঙ্গে শিক্ষক হিসেবে মেকআপ আর্টিস্ট স্বপ্না সাহাও অংশগ্রহণ করেছিলেন এই অনুষ্ঠানে।
২০১৪ সাল থেকে মেকআপ ইন্ডাস্ট্রিতে জার্নি শুরু করেছিলেন মেকআপ আর্টিস্ট স্বপ্না সাহা। তারপরে অন্যদের আত্মবিশ্বাস বাড়িয়েছেন তিনি। মেকআপ আর্টিস্টের পেশার সঙ্গে যুক্ত হওয়া জন্য সকলের মনে বিশ্বাস জাগিয়েছেন তিনি। আর মেকআপ ইন্ডাস্ট্রিতে নতুনদের সুযোগ করে দেওয়ার জন্যেই 'স্বপ্নাস মেকওভার অ্যান্ড বিউটি স্টুডিয়ো অ্যান্ড অ্যাকাডেমি' চালু করেছিলেন স্বপ্না সাহা। যেখানে সকল ছাত্র-ছাত্রীদের হাতে ধরে মেকআপ করার নিয়ম শিখিয়েছেন তিনি। অনুষ্ঠানের দিন ছাত্র-ছাত্রীরাও শিক্ষিকা হিসেবে স্বপ্নার প্রশংসা করেছেন। মেকআপ আর্টিস্ট হিসেবে সকল ছাত্র-ছাত্রীদের নিজের স্বপ্ন নিয়ে পজিটিভ থাকার বার্তা দিয়েছেন স্বপ্না সাহা।