ক্যানসার আক্রান্ত শিশুদের সাহায্যে 'সুর ও সাধনা’

বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে পিছিয়ে মানুষদের সাহায্য দান করে 'সুর ও সাধনা'। সম্প্রতি ক্যানসার আক্রান্ত শিশুদের সাহায্যার্থে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল এই সংগঠন। বর্ষার রাগ, বর্ষার গানের এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন হৈমন্তী শুক্লা, অলক রায় চৌধুরী, সৈকত মিত্র, শ্রীরাধা বন্দোপাধ্যায়, জোজো, কিংশুক রায়, চন্দ্রবলী রুদ্র দত্ত, ডাঃ নিবেদিতা মিত্র, সুজয় ভৌমিক, রত্না রায়, দীপাবলী দত্ত, সাক্ষর বসু, ,ডাঃ জয়ন্ত ধর, প্রিয়াঙ্কা সান্যাল ও শাঁওলি ভট্টাচার্য ছাড়াও অনেকে। কবিতা আবৃত্তি করবেন প্রনতি ঠাকুর ও কাজল সুর। নৃত্য পরিবেশনা করবেন সৌমেন কুন্ডু, তনিমা বর্দ্ধন ও ফলক রায়। অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন তমালী ঘোষ, সুদীপ্তা ভাদুড়ী ও বিপ্লব গঙ্গোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ পার্থসারথি মুখোপাধ্যায়। তবে শুধু মাত্র বর্ষা গান নয়, এই সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে বিশ্ব কবিকেও স্মরণ করা হয়েছে।

কলকাতার মহাজাতি সদনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছেন। সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা সাংবাদিকদের জানিয়েছেন, "অন্যান্য বছরেও বর্ষার নিয়ে নানা গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। তাই 'বর্ষার রাগ, বর্ষার গান' অনুষ্ঠানে গান গাইতে পেরে তিনি খুব খুশি হয়েছেন।"

এটা শেয়ার করতে পারো

...

Loading...