Summer Skincare Routıne: গ্রীষ্মের চড়া রোদ ও দূষণ থেকে ত্বককে বাঁচাতে কী করবেন?

গ্রীষ্মের চড়া রোদ ও দূষণ থেকে ত্বককে বাঁচাতে কী করবেন? প্রতিদিন স্কিনকেয়ার রুটিন মেনে চলা কেন জরুরি? গরমে মেকআপ কীভাবে করবেন? সামার স্কিন কেয়ার টিপস দিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট সৌরভ দাস।

 

হাইলাইটসঃ
১। প্রতিদিন মেকআপের ক্ষেত্রে স্কিনকেয়ার কতটা গুরুত্বপূর্ণ?
২। তৈলাক্ত ত্বকে মেকআপ করবেন কীভাবে?
৩। গরমে মেকআপ কীভাবে করবেন?

 

প্রতিদিন মেকআপের ক্ষেত্রে স্কিনকেয়ার কতটা গুরুত্বপূর্ণ?

বর্তমানের দূষিত আবহাওয়ায় স্কিনকেয়ার খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন যারা মেকআপ করতে ভালোবাসেন তাদের নিজেদের ত্বকের প্রতি আরও বেশি যত্নশীল হতে হবে। এক্ষেত্রে কিছু বিষয় মনে রাখা প্রয়োজন।

১। মেকআপ করার আগে স্কিন প্রিপারেশন জরুরী
২। প্রতিদিন CTM করতে হবে
৩। দিনের শেষে ভালো করে মেকআপ রিমুভ করা উচিত

তৈলাক্ত ত্বকে মেকআপ করবেন কীভাবে?

১। যাদের ত্বকে সমস্যা রয়েছে তারা ভালো করে স্কিন প্রিপারেশন করুন
২। অয়েল ফ্রি প্রাইমার ব্যবহার করুন
৩। মেকআপের আগে এক টুকরো বরফ নিয়ে মুখে মেখে নিতে পারেন, এর ফলে মুখে ঘাম কম হয়
৪। অয়েল ফ্রি মশ্চারাইজার ব্যবহার করুন

সেনসিটিভ ত্বকের ক্ষেত্রে কী কী মেকআপ টিপস মেনে চলা উচিত?

১। ভালো ব্র্যান্ডের মেকআপ মেকআপ ব্যবহার করতে হবে
২। ভালো করে ত্বকের যত্ন নিতে হবে
৩। ঘুমানোর আগে ভালো একটি নাইট ক্রিম ব্যবহার করতে পারেন

বিশেষ টিপসঃ

১। গরমকালে হালকা মেকআপ করুন
২। মেকআপ রিমুভ করার পর ভালো করে স্কিনকেয়ার করুন
৩। চোখের মেকআপ ভালো করে রিমুভ করুন
৪। সান্সক্রিম ব্যবহার করুন

গরমে ত্বক অনুযায়ী কী টোনার ব্যবহার করা উচিত?

১। সেনসিটিভ ত্বকের ক্ষেত্রে নিম টোনার ব্যবহার করুন
২। তৈলাক্ত ও শুষ্ক ত্বকের ক্ষেত্রে গোলাপ জল বা রোজ টোনার ব্যবহার করুন

এটা শেয়ার করতে পারো

...

Loading...