গরমকালে মেকআপ করার আগে স্কিন প্রিপারেশন কীভাবে করবেন? ফাউন্ডেশন ছাড়া ম্যাট লুক পেতে বেস-মেকআপ কেমন হবে? ফ্রেশ সামার লুকের জন্য মেকআপ কিটে কী কী রাখবেন? সামার স্পেশ্যাল মেকআপ টিপস দিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আমনা জুনেইদ।
হাইলাইটসঃ
১। গরমকালে মেকআপ করলে কী কী সমস্যা হতে পারে?
২। গরমকালে মেকআপ করার আগে স্কিন প্রিপারেশন কীভাবে করবেন?
৩। গরমকালে কী কী রঙের আইশ্যাডো ব্যবহার করবেন?
গরমকালে মেকআপ করলে কী কী সমস্যা হতে পারে?
১। মেকআপ প্যাচি হয়ে যেতে পারে।
২। ঘামের কারণে ফাউন্ডেশন গলে যেতে পারে।
৩। মেকআপ দীর্ঘস্থায়ী হয়না।
গরমকালে মেকআপ করার আগে স্কিন প্রিপারেশন কীভাবে করবেন?
ভালো মেকআপের জন্য প্রয়োজন ভালো ত্বক। সেকারণে ত্বকের যত্ন নেওয়া খুব জরুরি।
১। CTM (Cleansing, Toning, and Moisturizing) করুন
২। মেকআপের আগে একটুকরো বরফ নিয়ে ত্বকে মেখে নিন
৩। ওয়াটার বেসড মশ্চারাইজার ব্যবহার করুন
ফাউন্ডেশন ছাড়া ম্যাট লুক পেতে বেস-মেকআপ কেমন হবে?
ফাউন্ডেশন বাদ দিয়ে স্কিন কন্সিলার ব্যবহার করতে পারেন। এছাড়াও CC Cream বা BB Cream ব্যবহার করতে পারেন।
গরমকালে কী কী রঙের আইশ্যাডো ব্যবহার করবেন?
১। cool and light শেড ব্যবহার করতে পারেন
২। হালকা গোলাপি
৩। হালকা ব্রাউন
৪। পিচ রঙ
মেকআপ প্রডাক্টে SPF (Sun Protection Factor) থাকা কতটা জরুরি?
SPF আমাদের ত্বকের জন্য খুব উপকারী। এটা ব্যবহার করলে ত্বকে Dark patches ও Pigmentation marks হওয়ার সম্ভাবনা কম থাকে।