গরমে তাপমাত্রা আর চড়া রোদ দুই বড় সমস্যা। সঙ্গে আছে ঘাম। তাত-ঘামে মেকআপ সাজগোজ যেন বড় কঠিন জিনিস। কিন্তু লেগেই থাকে উৎসব, পার্টি, গেট-টুগেদার। তা বলে কী সাজব না!
ঘাম আর গরমের তেলতেলে ভাব এড়িয়ে দিব্যি থাকা যায় তরতাজা। শুধু জানতে হবে সঠিক কৌশল। মেকআপকে করে তুলুন ‘সোয়েট প্রুফ’। কীভাবে করবেন?
এই প্রশ্নের উত্তর দেবেন মেকআপ আর্টিস্ট পায়েল গুপ্ত দাস।
মেকআপ আর্টিস্ট পায়েল গুপ্ত দাস বলেছেন, গরমে ত্বকের সুরক্ষার জন্য মেকআপের আগে সি.টি.এম করতে হবে। রেগুলার সি.টি.এম করতে হবে। কোথাও বেরোনোর আগে সান্সস্ক্রিন ব্যবহার করা যেতে পারে। এছাড়াও মেকআপের আগে যদি ত্বকে আইস কিউব ঘসা যায় তাহলে ত্বক অনেকটা ড্রাই হয়ে যায়। তারপরে আমাদের মেকআপ করা শুরু করতে হবে। তবে মেকআপ করার সময় লেয়ারটা একদম লাইট হবে। তবে মেকআপ সোয়েট প্রুফ করার জন্য অবশ্যই ম্যাট মেকআপ ব্যবহার করা উচিত।
প্রথমে মেকআপ করার আগেই আমরা ত্বকে আইস ড্যাপ করে নেবো। যাদের ত্বক ওয়েলি তাদের এই পদ্ধতি অবশ্যই ফলো করতে হবে। তারপর সি.টি.এম করতে হবে। সি.টি.এম-এর পর প্রাইমার ব্যবহার করতে হবে। যদি ত্বকে কোনও দাগ থাকে তাহলেই কালার কারেক্টর তখনই ব্যবহার করা যাবে। এবার ত্বকে খুব কম পরিমাণ ফাউন্ডেশন ব্রাশের মাধ্যমে লাগিয়ে নিতে হবে। ফাউন্ডেশন সেট করার জন্য সেটিং পাউডার ব্যবহার করতে হবে। তারপর একটা লাইট ব্রোঞ্জার দিয়ে ব্লাশিং করে নেওয়া যেতে পারে।
আই শ্যাডোর জন্যে ট্রানজেশান কালার ব্যবহার করতে হবে। তারপর মাসকারা ব্যবহার করতে হবে। আইব্রোয়ের জন্য কালো ব্যবহার করা যেতে পারে। এবার ঠোঁটে পিঙ্ক লিপস্টিক ব্যবহার করতে পারেন।