তীব্র গরমে, রোদ-ঘামে নষ্ট হয় চুল। তাই চাই বাড়তি যত্ন। গ্রীষ্মে চুল সুস্থ ও সুন্দর রাখার টিপস দিলেন মডেল, অভিনেত্রী, হেয়ারড্রেসার রেচেল হোয়াইট (Rachel White, Model, Actor & Hairdresser)
রেচেল হোয়াইট জানিয়েছেন, এখান হেয়ারস্টাইল খুব ন্যাচারাল হইয়ে গিয়েছে। আগের মত নিট অ্যান্ড ক্লিন ব্যাপার আর নেই। অস্কার থেকে শুরু করে ফিল্মফেয়ার যে কোন হাই ভোল্টেজ ইভেন্টের দিকে তাকালেই দেখা যাবে খুব সফট আর লুজ হেয়ার স্টাইলের ট্রেন্ড চলছে। তাই চুল সামলানোর ঝক্কি এখন আগের থেকে অনেকটাই কম।
গরমকালের চড়া রোদ চুলের মারাত্মক ক্ষতি করে। সূর্যের তাত চুল রুক্ষ করে দেয়। চুল যদি কালার করা থাকে তাহলে সেই কালারও নষ্ট হইয়ে যায়। ডগা ফেটে চুল ঝরতে শুরু করে। এটাই চুলের ক্ষেত্রে গ্রীষ্মের সবচেয়ে বড় সমস্যা। এই সমইয় ত্বকের মতোই চুলের হাইড্রেটেড থাকা দরকার। হেয়ার স্পা, হাইড্রেটিং হেয়ার মাস্ক ব্যবহার করা যেতে পারে আবার হাল্কা ধরনের তেল যেমন নারকেল তেলে, আমন্ড তেল ব্যবহার করা যেতে পারে। রোদের কারণে চুলের ময়েশ্চারাইজার নষ্ট হইয়ে যায়। সেটা ফিরিয়ে আনতে এইগুলোর দরকার। গরমে হিট স্টাইলিং এড়িয়ে চলাই ভাল। চুলের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে শ্যম্পুর বিষয়টি। লাইট শ্যাম্পু দিয়ে সপ্তাহে দু‘বার শ্যাম্পু করা যায়।