শুধু মাত্র পরিশ্রম আর ইচ্ছা শক্তি দিয়ে সব বাধাই অতিক্রান্ত করা যায়। এই ধারণা যে কতটা সত্যি তার সবচেয়ে বড় উদাহরণ হলেন বি এল মিত্তল। কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মেও আজ একজন সফল ব্যবসায়ী। তাঁর সংস্থা 'সস্তাসুন্দর' অনলাইন ব্যবসার জগতে একটি সুপরিচিত নাম। বহু মানুষের ভরসা। ২০ বছরের বেশি সময়ে ধরে এই ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছে বি এল মিত্তলের নাম। বর্তমানে শুধুমাত্র কলকাতা নয়, সারা দেশেই ছড়িয়ে রয়েছে তার সংস্থার শাখা। কিন্তু শুরুর দিকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে কলকাতার এই জনপ্রিয় শহর কলকাতার ব্যবসায়ীকে। সম্প্রতি জিয়ো বাংলার প্রতিনিধিকে জানিয়েছেন কীভাবে অনলাইন ব্যবসায় তিনি সাফল্য অর্জন করেছেন।
বি এল মিত্তল জানিয়েছেন, "ওষুধ উৎপাদনে ভারত পৃথিবীর প্রথম সারির দেশগুলোর মধ্যে নাম থাকা সত্ত্বেও এখানে ওষুধ বা অক্সিজেনের দরকার থাকলেও অনেক সময় সেই দরকার মেটানো যায় না। কারণ সঠিক তথ্যের আদান প্রদানের সমস্যা রয়েছে। কিন্তু ডিজিটাল ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে।"