নাট্য ব্যক্তিত্ব অঞ্জন কাঞ্জিলালের প্রথম বাংলা ছবি 'সহবাসে'। অবিবাহিত দুটি ছেলে মেয়ে একসঙ্গে থাকলে, সমাজে নানা সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। এমনই গল্প দেখানো হয়েছে 'সহবাসে' ছবিতে। গল্পের দুই মুখ্য চরিত্র নীলাভ আর তুসী। তারা মফস্বল শহর থেকে কলকাতায় আসে অনেক স্বপ্ন নিয়ে। এক ঘরোয়া পার্টিতে নীলাভর সঙ্গে আলাপ হয় তুসীর। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। শহরে থাকার খরচ কমাতে হঠাৎ একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয় নীলাভ ও তুসী । কিন্তু সে কথা কিছুতেই বাবা মাকে জানতে চায় না তারা। নীলাভর চরিত্রে অভিনয় করেছেন অনুভব কাঞ্জিলাল। সম্পর্কে পরিচালক অঞ্জন কাঞ্জিলালের পুত্র। তুসীর ভূমিকায় দেখা গিয়েছে ইশা সাহাকে। বেশ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এই ছবি। দর্শকদের প্রশংসাও পেয়েছে। সম্প্রতি ছবির সাফল্য উদযাপনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির বহু জনপ্রিয় মুখ।
সেই অনুষ্ঠানে উপস্থিত ছবির পরিচালক অঞ্জন কাঞ্জিলাল ছবির সাফল্য নিয়ে বলেছেন, “ভালো লেগেছে দর্শক পছন্দ করেছে ছবিটা। উইক ডেজে 'নন্দন' হাউজফুল থাকছে”। ছবি দেখে দর্শকদের প্রতিক্রিয়া দেখে খুশি পরিচালক। অনেক সমস্যায় এসেছে কাজ করার সময়। কিন্তু ছবির সাফল্য এবং দর্শকের ফিডব্যাক সব ভুলিয়ে তৃপ্তি দিয়েছে গোটা টিমকে।
মোজোটেল এন্টারটেইনমেন্টস-এর প্রযোজিত এই ছবিতে ইশা সাহা ও অনুভব কাঞ্জিলাল ছাড়াও রয়েছেন সায়নী ঘোষ, শুভাশিস মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, দেবলীনা দত্ত, তুলিকা বসু, ব্রাত্য বসু মতো অভিনেতারা। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সৌম্য ঋত।